আইএমডি-র আমন্ত্রণে পাকিস্তানের সাড়া, বাংলাদেশ এখনো নিরব
১০ জানুয়ারি ২০২৫পাকিস্তান ইতিমধ্যেই এই আমন্ত্রণ গ্রহণ করেছে এবং তারা তাদের প্রতিনিধিদের পাঠাবে বলে জানিয়েছে। তবে বাংলাদেশ এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্তের কথা জানায়নি।
আইএমডি-র ১৫০ বছর
১৮৭৫ সালের ১৫ জানুয়ারি আইএমডি তৈরি হয়েছিল। তবে তার অনেক আগেই ১৭৮৫ সালে কলকাতায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি হয়। মাদ্রাজে তা তৈরি হয় ১৭৯৬ সালে এবং বম্বেতে ১৮২৬ সালে।
১৮৬৪ সালে ভয়ংকর ঘূর্ণিঝড়ে কলকাতার বেশ কিছু এলাকা তছনছ হয়ে যায়। তারপর ১৮৬৬ ও ১৮৭১ সালে দুর্ভিক্ষের কবলে পড়ে। তারপরই আইএমডি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় এবং তার সদরদপ্তর হয় কলকাতায়। ১৯০৫ সালে তা সিমলায় চলে যায়, পরে ১৯৪৪ সালে তা দিল্লিতে স্থানান্তরিত হয়।
এশিয়ায় আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে আইএমডি পুরোভাগে আছে।
১৫০ বছর পূর্তি উদযাপনের মূল অনুষ্ঠানে আইএমডির তরফ থেকে সেই সময়কার অবিভক্ত ভারতের দেশগুলির আবহাওয়া বিভাগের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের মধ্যে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেকগুলি দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান আসছে
পাকিস্তান এই আমন্ত্রণ গ্রহণ করেছে। তারা প্রতিনিধিদের দিল্লি পাঠাবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা আসেনি। তারা আমন্ত্রণ গ্রহণ করছে নাকি খারিজ করছে , সেটাও জানানো হয়নি। আয়োজকরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছেন।
বার্তাসংস্থা পিটিআই-কে আইএমডি-র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ''আমরা চাই আমন্ত্রিত সব দেশের থেকে কর্মকর্তারা আসুন। সবাইকে নিয়ে আমরা এই উদযাপন করি।''
কবে অনুষ্ঠান?
অনুষ্ঠানের আর বেশিদিন নেই। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে মূল উদযাপন হবে। সেখানে আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ১৫০ বছর উদযাপনের প্রতিটি ইভেন্টেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টিপ্রাধান্য পেয়েছে।
অর্থ মন্ত্রণালয় এই উপলক্ষে ১৫০ টাকার বিশেষ লিমিটেড এডিশন কয়েন প্রকাশ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবহাওয়া বিভাগের ট্যাবলো ২৬ জানুয়ারির প্যারেডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
১২ জানুয়ারি আবহাওয়া সচেতনতা বাড়াতে 'রান ফর নেশন' কর্মসূচি নিয়েছে আইএমডি।
আইএমডি যা জানিয়েছে
আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ''১৫ জানুয়ারি ভারত মণ্ডপমে মূল অনুষ্ঠানে গত ১৫০ বছরে আইএমডি কীভাবে কাজ করেছে তা নিয়ে আলোচনা হবে। বর্তমান শতকে বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে কী করে আইএমডি এগিয়েছে তা নিয়ে কথা হবে। আমরা সেখানে আইএমডি-র বৈজ্ঞানিক যাত্রাটা দেখাব।''
ডিজি বলেছেন, ''২৫ বছর আগে ঘূর্ণিঝড় হলে আমরা একদিন আগে তা জানাতে পারতাম। এখন পাঁচ থেকে সাতদিন আগে থেকে তা জানাতে পারি। ২০৪৭ সালের মধ্যে দুই সপ্তাহ আগে তা জানাতে পারবো।''
জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই)