নিহত-আহতদের জন্য শোক-সমবেদনা
১২ অক্টোবর ২০১৫শনিবার সকালে তুরস্কের রাজধানী আংকারার প্রধান রেলস্টেশনের কাছে কুর্দিপন্থি এবং শ্রমিক আন্দোলন কর্মীদের সমাবেশে জোড়া আত্মঘাতী বোমা হামলা চালানো হয়৷ হামলায় অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের জাতীয় শোক পালন করছে তুরস্ক৷
ভয়াবহ এ হামলার জন্য ইসলামি জঙ্গি সংগঠন আইএস দায়ী বলে মনে করে তুরস্ক সরকার৷
তবে আংকারার সিহিয়ে স্কয়ারে হামলার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানকে দায়ী করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে কয়েক হাজার মানুষ৷ বিক্ষুব্ধরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে ফুল দিতে যায়৷ এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা৷ বিক্ষুব্ধদের ওপর কাঁদানে গ্যাসও ছুঁড়েছে পুলিশ৷
বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আংকারার এ হত্যাকাণ্ড গণতন্ত্রের ওপর হামলা৷
আগামী ১লা নভেম্বর তুরস্কে নির্বাচন হওয়ার কথা৷ এর্দোয়ান সরকার শনিবারের হামলার পরও জানিয়েছে নির্ধারিত সময়েই নির্বাচন হবে৷
তবে আংকারার আত্মঘাতী হামলার পর তুরস্কের সার্বিক পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা৷ নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত এবং আহতদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন অনেকেই৷ অনেকেরই এখন মন পড়ে আছে আংকারায়৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ
এই জোড়া বোমা হামলার পিছনে কারা থাকতে পারে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷