অ্যামেরিকায় ১৮ জন হত্যার ঘটনায় এখনো অধরা দুষ্কৃতী
২৭ অক্টোবর ২০২৩অ্যামেরিকার লুইস্টন শহরে বুধবার গুলি চালায় এক বন্দুকধারী। একটি বারে এবং পরে একটি বোলিং অ্যালিতে গুলি চালায় সে। মেহনির গভর্নর জ্যানেজ মিলস জানিয়েছেন, ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ১৩। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
যে বন্দুকধারী গুলি চালিয়েছে, তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার সঙ্গে এখনো বন্দুক আছে বলে পুলিশের ধারণা। যে কোনো সময় সে আবার গুলি চালাতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় স্কুলগুলি ছুটি দিয়ে দেয়া হয়েছে।
বন্দুকধারীর নাম রবার্ট সি বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তাকে দেখাও যাচ্ছিল। গভর্নর জানিয়েছেন, এলাকার সমস্ত নাগরিককে বলা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া তারা যেন বাড়ির বাইরে না যান। অন্যদিকে, এই বন্দুকধারী গত গরমে বেশ কিছুদিন মানসিক চিকিৎসার জন্য ভর্তি ছিলেন বলে তিনি জানিয়েছেন। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মীদেরও রাস্তায় নামানো হয়েছে।
ঘটনাস্থলে একটি সাদা এসইউভি পাওয়া গেছে। ওই গাড়ি করেই বন্দুকধারী ঘটনাস্থলে পৌঁছায় বলে পুলিশের অনুমান। গোটা শহরে ব্যারিকেড লাগিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)