অস্ত্র বিক্রিতে রাশিয়াকে পেছনে ফেলেছে চীন
২৭ জানুয়ারি ২০২০কোন দেশ কী পরিমাণ অস্ত্র বিক্রি করছে বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে তা আবার জানিয়েছে সুইডেনের গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিপ্রি)৷ সেখানে দেখা গেছে, রাশিয়া আর দ্বিতীয় স্থানে নেই৷ তাদের কাছ থেকে যে দেশ এতদিন প্রচুর অস্ত্র কিনেছে, সেই চীন উল্টো অস্ত্র বিক্রিতে ছাড়িয়ে গেছে রাশিয়াকে৷ সিপ্রি জানাচ্ছে, এখন চীনে এমন অন্তত চারটি প্রতিষ্ঠান আছে যারা অস্ত্র বিক্রিতে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকাতে স্থান পাওয়ার মতো৷ সেই চারটি প্রতিষ্ঠান ২০১৭ সালে সব মিলিয়ে অন্তত ৫৪ দশমিক এক মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে বলে সিপ্রির গবেষকরা মনে করেন৷ তবে চীন কোনো বিষয়ের তথ্যই প্রকাশ করে না বলে প্রকৃত অঙ্ক এর চেয়ে অনেক বেশি হতে পারে বলেও অনুমান তাদের৷
২০১৭ সালে প্রকাশিত সিপ্রির প্রতিবেদনে চীন ছিল ষষ্ঠ স্থানে৷ তখন তারা বেশির ভাগ অস্ত্রই আমদানি করত রাশিয়া থেকে৷
এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)