1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রিয়াকে ৬-২ হারিয়ে ইউরোর মূলপর্বে প্রথম গেল জার্মানি

৪ সেপ্টেম্বর ২০১১

হৈচৈ আবার জার্মান ফুটবল নিয়ে৷ ইউরো কাপের যোগ্যতা পর্বে অস্ট্রিয়াকে ৬-২ গোলে হারিয়ে আগামী বছরের ইউরো কাপে খেলাটা নিশ্চিত করে ফেলেছে জার্মানি৷ পরপর আটটি ম্যাচ জিতেছে ল্যোভ -এর ছেলেরা৷

https://p.dw.com/p/12SqQ
খেলার একটি মুহূর্তছবি: picture alliance/dpa

ইউরোকাপ আর জার্মানি

ইউরোকাপে জার্মানি সবসময়েই দুর্দ্ধর্ষ৷ এবারেও জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ-এর ছেলেরা ভেল্কি দেখিয়ে দিলেন যোগ্যতা অর্জন পর্বে৷ পরপর আটটি ম্যাচ জিতে নিয়ে জার্মানি শুধু ইউরোকাপের যোগ্যতাই অর্জন করেনি, মোট চব্বিশ পয়েন্ট সংগ্রহে রেখে জার্মানি এবারে ইউরোকাপ টুর্নামেন্টের মূলপর্বে নামবে গ্রুপ এ-র এক নম্বর দল হিসেবেই৷ অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানি ৬-২ ফলাফলে জিতেছে৷ গোল দিয়েছেন ল্যোভের দলের দুই জোড়া ফলা ক্লোসে আর পোডলস্কি, একটি করে, ওজিল দুটি গোল দিয়েছেন আর বাকি দুটি গোল এসেছে গ্যোটজে আর শুরুলের পা থেকে৷

আর কারা যোগ্যতা অর্জনের কাছাকাছি

নেদারল্যান্ডস, ইটালি, ফ্রান্স, পর্তুগাল আর ইংল্যন্ড বেশ এগিয়ে রয়েছে৷ এর মধ্যে ডাচদের কথা আলাদা করে বলতে হবে৷ কারণ, বিশ্বকাপ বিজয়ের সুবাদে ফিফা ব়্যাংকিং -এ এক নম্বরে থাকা স্পেনকে আগেই পিছনে ফেলে দিয়েছে নেদারল্যান্ডস৷ ইউরোর বাছাইপর্বে তারা আরও ভেল্কি দেখিয়েছে৷ অখ্যাত দল সান মারিনোকে ১১-০ ফলাফলে হারিয়েছে নেদারল্যান্ডস৷খেলাটা হয়েছে যেন বলে বলে গোল দেওয়ার মত৷ পরপর সাতটি ম্যাচ জিতে নেওয়ায় ইউরোকাপের মূলপর্বে যাওয়াটা কোন সমস্যাই নয় এখন নেদারল্যান্ডসের জন্য৷

অন্যান্য দলগুলি কে কোথায়

ফ্রান্স আর ইটালি কিছুটা কষ্ট করে জিতলেও পর্তুগাল এবং ইংল্যন্ড কিন্তু বেশ দাপট দেখিয়েছে এ পর্যন্ত৷ রুনির জোড়া গোল, সঙ্গে গ্যারি কাহিলের সংযোজনে ইংল্যন্ড বুলগারিয়াকে ৩-০ হারিয়েছে৷ আর সাইপ্রাসকে ৪-০ হারিয়েছে পর্তুগাল৷ যে খেলায় মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুখানা গোল পেয়ে বেশ খুশি৷ অন্যদিকে ইটালি আবার ফারো আইল্যান্ডের মত অখ্যাত প্রতিপক্ষকে সেভাবে সামলাতে না পারলেও অ্যাওয়ে ম্যাচে কোনরকমে মানরক্ষা করে ১-০ গোলে জিতেছে৷ আর ফ্রান্স বনাম আলবেনিয়ার খেলার ফলাফল হয়েছে ২-১৷ খেলাটা হয়েছে যথেষ্ট চিত্তাকর্ষক৷ এর বাইরে ঘরের মাঠে স্লোভাকিয়ার সঙ্গে ০-০ ড্র করে চাপের মুখে আয়ারল্যান্ড৷ আগামী মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে আইরিশরা ভালো ফলাফল না করলে তাদের কপালে ভোগান্তি আছে৷ বলছেন, বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:    জাহিদুল হক