শিশুর জন্য রুদ্ধদ্বার, সীমাহীন লজ্জার'
৭ জানুয়ারি ২০১৯গত ২২ ডিসেম্বর মাল্টার জলসীমায় ৩২ শরণার্থী উদ্ধার করা হয়৷ তাঁদের নৌকাতেই ভাসমান জীবন কাটাতে হচ্ছে৷ কারণ, ইউরোপীয় দেশগুলো শরণার্থীদের প্রবেশ বন্ধ করে রেখেছে৷ গত ২ সপ্তাহ ধরে সমুদ্রেই কাটাচ্ছে অসহায় শরণার্থী পরিবারগুলো৷ মেডিটেরিয়ার কর্মকর্তা আলেজান্দ্রো মেটস এক টুইটার বার্তায় ইউরোপীয় এই আচরণের নিন্দা জানান৷
তিনি উল্লেখ করেন, এই নৌকায় থাকা শিশুদের হাইপোথারমিয়া বা পানিশূন্যতার সংকট হতে পারে৷ এতে তাদের মৃ্ত্যুও হতে পারে৷ উল্লেখ্য, মেডিটেরিয়া সমুদ্রপথে চলাচলকারী অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করছে৷
সংস্থাটি জানায়, নৌকাটিতে তিন অভিবাবকহীন কিশোর, চার নাইজেরীয় নারী, এবং লিবিয়া ও আইভরি কোস্টের নাগরিক রয়েছে৷ সেখানে দুটি শিশু অবিরাম বমি করছে৷
মানবাধিকার সংস্থা ‘সি ওয়াচ থ্রি মিশন'-এর প্রধান ফিলিপ হান এক রেডিও বার্তায় বলেন, গত বুধবার মাল্টা জলসীমা নিয়ন্ত্রণকারী প্রশাসন নৌকাটিকে সমুদ্র উপকূলে প্রবেশের অনুমতি দিয়েছে৷ এতে করে ঝড় ও ভয়ঙ্কর বাতাস থেকে কিছুটা হলেও রক্ষা পাবে শরণার্থীরা৷ তবে তাঁরা মাটিতে পা রাখতে পারবেন না, কারণ এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে৷
তিনি আরো বলেন, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ নৌকার পাটাতনে ঘুমাতে হচ্ছে শরণার্থীদের৷ পরিচ্ছন্নতার অভাবে সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে৷
ইতোমধ্যে মেডিটেরিয়া ও সি ওয়াচ যৌথভাবে দুটো সাহায্যকারী নৌকায় খাবার পানিসহ কিছু সরঞ্জাম পাঠিয়েছে৷ সাহায্যকারী দলে এক জার্মান পার্লামেন্ট সদস্যসহ নাবিক ও মানবাধিকার কর্মীরা রয়েছে৷
সাহায্যকারী দল ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের সামনেই এক শরণার্থী পুরুষ পানিতে ঝাঁপিয়ে পড়েন৷ তিনি সাঁতরে মাল্টা পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানান সেখানে উপস্থিত আলোকচিত্রী ফ্রেডরিকো স্কোপ্পা৷ তিনি আরো জানান, সেই সময় সাঁতরে কিছুদূর চলে যাওয়ার পর তীব্র ঠান্ডা ও স্রোতের কারণে তিনি হাল ছেড়ে দেন৷ পরে তাঁকে উদ্ধার করা হয়৷
এদিকে জার্মান এনজিও সি-আই ভূমধ্য সাগরে একটি জাহাজের তদারকি করছে৷ এতে ১৭ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছে৷
সি ওয়াচ তাদের বিবৃতিতে শরণার্থীবণ্টন ও দায়িত্ব গ্রহণ নিয়ে ইউরোপের দেশগুলোর যে জটিলতা চলছে, তার তীব্র সমালোচনা করে৷ ইতোমধ্যে জলসীমা থেকে উদ্ধার হওয়া শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও মাল্টা৷
এফএ/এসিবি (এএফপি)