অলিম্পিকের হোস্ট শহর প্যারিস এবং লস এঞ্জেলস
এটা এখন সবাই জানে৷ ২০২৪ সালের অলিম্পিক গেমস হোস্ট করবে প্যারিস, আর তার চারবছর পর লস এঞ্জেলস৷ এই প্রথমবারের মতো আইওসি একইসঙ্গে দু’টি শহরের নাম ঘোষণা করলো৷
অলিম্পিক আয়োজন হচ্ছে সেসব দেশে....যারা চেয়েছে
অলিম্পিক আয়োজক কমিটি চেয়েছিল হোস্ট ঘোষণায় চমক আনতে৷ কিন্তু বাস্তবতা ধামাচাপা দেয়া কঠিন৷ কেননা হামবুর্গের মতো শহর অলিম্পিক আয়োজনের বিপক্ষে মত দিয়েছে৷ ফলে ২০২৪ সালের জন্য বাকি ছিল শুধু প্যারিস এবং লস এঞ্জেলস৷ তাই পরেরবারের জটিলতা এড়াতেই সম্ভবত একবারে দু’টি শহরের নাম ঘোষণা করে দেয়া হয়েছে৷
শুধুমাত্র একটি প্রতিদ্বন্দ্বী নয়
প্রথমবার অলিম্পিক গেমস-এর আয়োজন করার একশো বছর পর প্যারিস আবারো এই গেমস-এর আয়োজন করতে যাচ্ছে৷ ২০২৪ সালে আরো চারটি শহর: হামবুর্গ, বুদাপেস্ট, রোম এবং লস এঞ্জেলস এই আয়োজন করতে চেয়েছিল৷ কিন্তু বাসিন্দাদের বাধার মুখে তিনটি শহর এক পর্যায়ে তাদের নাম প্রত্যাহার করে নেয়৷ তখন আইওএস-এর মধ্যস্থতায় পরেরবারের জন্য লস এঞ্জেলসকে বাছাই করা হয়৷
প্রতিষ্ঠাতার শহর
প্যারিসের জন্য অলিম্পিকের আয়োজন নতুন কিছু নয়, যদিও মাঝখানের বিরতিটা অনেক লম্বা৷ ফ্রান্সের রাজধানী, যা কিনা আধুনিক অলিম্পিকের জনক পিয়ের দ্যঁ ক্যুব্যার্তার শহর, সর্বশেষ ১৯২৪ সালে সামার অলিম্পিকের আয়োজন করেছিল৷ গত কয়েক দশকে একাধিকবার অলিম্পিক প্যারিসে আনার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়৷
ক্ষমতাশীল সমর্থক
গত মে মাসে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই ইমানুয়েল মাক্রোঁ প্যারিসে অলিম্পিক আয়োজনের চেষ্টায় যুক্ত হন৷ আর তাতে সম্ভবত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইভালুয়েশন কমিশন পেট্রিক বাওমান (বামে) উৎসাহিত হন৷
পরিবেশ বান্ধব
প্যারিসের একটি বিষয় আইওসিকে মুগ্ধ করেছে৷ আর তাহচ্ছে অলিম্পিকের ভেন্যুগুলো সব পায়ে হাঁটার দূরত্বে থাকবে৷ পাশাপাশি, আয়োজকরা এটার নিশ্চিয়তাও দিয়েছেন যে, প্রতিটি গেম যতটা সম্ভব পরিবেশবান্ধব পন্থায় আয়োজনের চেষ্টা করা হবে৷ আরেকটি সুবিধা হচ্ছে, অলিম্পিক আয়োজনের খরচও অনেক কম ধরা হয়েছে, মাত্র ৬ দশমিক তিন বিলিয়ন ইউরো৷
নিরাপত্তা এক বড় ইস্যু
অলিম্পিক আয়োজনের বাজেটের অর্ধেকের বেশি আসছে বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে৷ আর এই বাজেটের এক তৃতীয়াংশ খরচ করা হবে নিরাপত্তা পেছনে৷ প্যারিসে সন্ত্রাসী হামলার প্রায় দু’বছর পরও শহরটিতে নিরাপত্তা মূল উদ্বেগ হিসেবে রয়ে গেছে৷ সেই হামলায় ১৩০ ব্যক্তি প্রাণ হারায়৷
ঐতিহাসিক স্টেডিয়াম
অন্যদিকে, ২০২৮ সালে লস এঞ্জেলসে অলিম্পিকের মূল্য ভেন্যু হবে মেমোরিয়াল কলোসিয়াম৷ এর আগে ১৯৩২ এবং ১৯৮৪ সালেও অলিম্পিক উদ্বোধনের আয়োজন করা হয়েছিল এই স্টেডিয়ামে৷ এই শহরটি হচ্ছে লন্ডনের পর দ্বিতীয় শহর যেখানে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করা হচ্ছে৷
শিক্ষার্থীদের আবাসন হবে অলিম্পিক ভেন্যু
প্যারিসের মতো লস এঞ্জেলসেও অলিম্পিক আয়োজনের জন্য প্রয়োজনীয় স্থাপনার অধিকাংশই রয়েছে৷ বাড়তি হিসেবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনকে অলিম্পিক ভিলেজে রূপ দিতে সেটির সংস্কার করা হবে৷ ক্রীড়াবিদরা সেখানে থাকবেন৷
জনপ্রিয় সমর্থন
হামবুর্গ, বুদাপেস্ট আর বোস্টন থেকে লস এঞ্জেলসের পার্থক্য হচ্ছে, শহরটির বাসিন্দারা অলিম্পিক আয়োজনকে স্বাগত জানিয়েছে৷ এক জরিপে দেখা গেছে, শহরটির ৮৮ শতাংশ মানুষই অলিম্পিক আয়োজনের পক্ষে রয়েছেন৷
আকর্ষণীয় গন্তব্য
হালকা আবহাওয়া, রোদ, পাহাড় আর প্যাসিফিক মহাসাগর লস এঞ্জেলসকে অলিম্পিক আয়োজনের এক আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে৷ রিও ডি জানিরোর ভৌগোলিক অবস্থান যেমন এক সুবিধা, লস এঞ্জেলসের ক্ষেত্রেও তাই৷ ২০২৮ সালের অলিম্পিক তাই বাড়তি উদ্দীপনা সৃষ্টি করবে, সেকথা বলাই যায়৷