অর্ধেক ভাড়ার আন্দোলনের সমাধান কোথায়?
২৪ নভেম্বর ২০২১এই আন্দোলন ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে উঠছে৷ এইদিকে বুধবার হাইকোর্টে অর্ধেক ভাড়ার পক্ষে একটি রিট আবেদন করা হয়েছে৷
মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার পর বুধবার নতুন করে বড় কোনো হামলা ও হাঙ্গামার খবর পাওয়া যায়নি৷ ছাত্রলীগ এরইমধ্যে ছাত্রদের এই অর্ধেক ভাড়া দাবির প্রতি সমর্থন জানিয়েছে৷ তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আছে৷ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জড়ো হলেও বড় কোনো শো ডাউন করেনি৷ সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই পুলিশ মোতায়েন করা হয়েছে৷
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বাস, ট্রেন ও লঞ্চে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি জানিয়ে যে রিট আবেদন করেছেন তার শুনানি রোববার হতে পারে৷ ইউনুস আলী আকন্দ ডয়চে ভেলেকে বলেন," আমরা নিজেরাও গণপরিবহণে ছাত্র জীবনে অর্ধেক ভাড়া দিয়েছি৷ এটা একটা ঐতিহ্য৷ দীর্ঘকাল ধরে চলে আসছে৷ এটা বন্ধ করা যাবে না৷ এটা বন্ধ করা সংবিধানেরও লঙ্ঘন৷ সরকারকে এখন অর্ধেক ভাড়ার জন্য সুনির্দিষ্ট আইন করে দিতে হবে৷”
তিনি বলেন,"সংবিধানের ২৮ অনুচ্ছেদে নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধার কথা বলা আছে৷ শিক্ষার্থীদের শতকরা ৫০ ভাগ নারী৷ আর ১৮ বছর বয়স পর্যন্ত শিশু৷ তাই শিক্ষার্থীদের সংবিধান অনুযায়ী গণপরিবহণে অর্ধেক ভাড়ার সুযোগ আছে৷ কিন্তু সরকার তা করছে না ৷ উল্টো শিক্ষার্থীদের ওপর ডাবল ভাড়া চাপিয়ে দেয়া হয়েছে৷ ফলে এই আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে৷ এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে৷”
তিনি আরো বলেন,"সরকারের দুই-একজন মন্ত্রীও শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত৷ তারপরও মঙ্গলবার ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে৷ এটা ন্যাক্কারজনক৷ তাদের আইনের আওতায় আনা হোক৷”
রিটে স্বরাষ্ট্র, নৌ ও সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিকে প্রতিপক্ষ করা হয়েছে৷
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন,"শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবির প্রতি আমাদের পুরো সমর্থন আছে৷ তাদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিও আমাদের সমর্থন আছে৷ তবে সতর্ক থাকতে হবে যে একটি গোষ্ঠী সব সময় এই ধরনের আন্দোলনে মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়৷”
তিনি মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার অভিযোগ অস্বীকার করে বলেন," এটা ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে দ্বন্দ্বের কারণে হয়েছে৷ একটি মটর সাইকেলের ঘটনা নিয়ে এই দ্বন্দ্ব এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়৷ ”
অর্ধেক ভাড়া নিয়ে বিআরটিএ এখনো কোনো বক্তব্য দেয়নি৷ বিআরটিএর চেয়ারম্যানকেও ফোনে পাওয়া যায়নি৷ তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানাগেছে শনিবার সড়ক পরিবহণ মন্ত্রণালয় পরিবহণ মালিকদের সঙ্গে একটি বৈঠক ডেকেছে এই বিষয় নিয়ে আলোচনার জন্য৷
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্যাহ জানান,"আমরা আমাদের আগের অবস্থানেই আছি৷ শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার কোনো আইন নেই৷ আমরা আগে এই সুবিধা দিয়েছি৷ কিন্তু এখন আর সম্ভব নয়৷ সরকার চাইলে দিতে পারে৷ বিআরটিসি বাস আরো বাড়াতে হবে৷”
ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন,"অর্ধেক ভাড়ার আইন না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে৷ এটা আমাদের প্রতি করুণা নয়, এটা আমাদের অধিকার৷ আর আমাদের শিক্ষার্থীদের ওপর যে হামলা , নির্যাতন হয়েছে আমরা তারও বিচার চাই৷”
শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন গ্রুপ খুলে তাদের আন্দোলন আরো জোরদার করার কাজ করছে৷ সেখানে তারা অর্ধেক ভাড়া নিয়ে কোথায় কী ঘটছে তাও তুলে ধরছে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন," শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার এই দাবি যৌক্তিক৷ আগে বাস, ট্রেন, লঞ্চ এমন কী অভ্যন্তরীণ বিমানেও অর্ধেক ভাড়া ছিলো৷ এখন বিআরটিসির বাস ছাড়া আর কোথাও নেই৷ এটা কীভাবে হলো?”
তিনি বলেন,"তবে এটা করতে হলে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিতের ব্যবস্থা থাকতে হবে৷ আর বেসরকারি গণপরিহণের মালিকদের সাথে সরকারের পক্ষ থেকে বৈঠক করে একটা সমন্বয় করতে হবে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হন৷ মালিক পক্ষের একটা সামাজিক দায়িত্ব আছে সেটা তাদের বুঝাতে হবে৷”