অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে জার্মানি!
৬ এপ্রিল ২০২৩ইউক্রেন যুদ্ধ এবং তার আগে কোভিডের জেরে ইউরোপে সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। বহু দশক পর জার্মানিও অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেছিল। বস্তুত, আগামী অর্থবর্ষে জার্মানিতে মন্দা থাবা বসাতে পারে আগেই সতর্ক করেছিলেন অর্থনীতিবিদেরা। কিন্তু, সাম্প্রতিক অঙ্ক বলছে, শেষপর্যন্ত জার্মানিতে মন্দা না-ও আসতে পারে। সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে জার্মান অর্থনীতি।
তবে মুদ্রাস্ফীতি থাকবে। ২০২২ সালের শেষে জার্মানির মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ছয় দশমিক নয় শতাংশ। চলতি বছরে তা ছয় শতাংশে নামতে পারে বলে মনে করা হচ্ছে।
মোট চারটি প্রতিষ্ঠান একসঙ্গে জার্মানির অর্থনৈতিক মন্দা নিয়ে কাজ করছে। তাদের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গত শীতে জার্মানি প্রবল মন্দার আশঙ্কা করেছিল। বিশেষজ্ঞদের মতে, যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা মন্দা হয়নি। এবং এর জন্য জার্মান সরকারের কয়েকটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় পদক্ষেপ হলো ২০০ বিলিয়ন ইউরোর রিলিফ প্যাকেজ। ওই প্যাকেজ ঘোষণা পর তেল এবং গ্যাসের দামের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। এতেই অর্থনীতি সামান্য হলেও চাঙ্গা হয়। যার রেশ এখন দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে মন্দা কাটিয়ে অর্থনীতি শূন্য দশমিক দুই শতাংশ বাড়তে পারে।
চীনও করোনাকালে বহু নিয়ম জারি করেছিল। ফলে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কেও সমস্যা হয়েছিল। গত কয়েকমাসে চীন বহু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। বস্তুত, ২০২৪ সালে জার্মান অর্থনীতি আরো অনেকটাই চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। ২০২৪-এ অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।
অ্যামেরিকাতেও মন্দার ছায়া। তারই মধ্যে ইউক্রেন যুদ্ধে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে সেখানেও আগামী বছরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগে। তারই মধ্যে জার্মানির এই বৃদ্ধি গুরুত্বপূর্ণ। বস্তুত, জার্মান কারখানাগুলিও অতিরিক্ত অর্ডার পেতে শুরু করেছে। জার্মান অর্থনীতিকে যা আরো শক্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজি/জিএইচ (ডিপিএ)