1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিষেকের জন্য ‘সারপ্রাইজ’ জন্মদিন পার্টি করবেন অ্যাশ

৫ ফেব্রুয়ারি ২০১১

বলিউড অভিনেতাদের শুটিং’এর জন্য গোটা বিশ্ব চষে বেড়াতে হয়৷ তখন জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো বিশেষ দিন ঘটা করে পালন করা হয়ে ওঠে না৷ অভিষেক বচ্চনও জন্মদিনে বাড়ি থেকে দূরে রয়েছেন৷

https://p.dw.com/p/10BKT
অভিষেকের জন্মদিনে সারপ্রাইজ দিতে চান অ্যাশছবি: UNI

অভিষেক বচ্চন এখন নিউজিল্যান্ডে ‘প্লেয়ার্স' নামের ছবির শুটিং'এ ব্যস্ত৷ শনিবারই তাঁর জন্মদিন৷ কিছু বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে স্ত্রী ঐশ্বর্য নিউজিল্যান্ডে শুটিং'এর সেটে গিয়ে প্রিয় ‘হাবি'কে চমকে দিতে চান৷ কাজ বন্ধ রেখে অভিষেককে নিয়ে তাঁর প্রিয় কিছু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার স্পোর্টস'এ অংশ নেওয়ার ‘ষড়যন্ত্র' করেছেন তিনি৷ ‘রাবণ' ছবিতে অভিষেকের দৌড়-ঝাঁপ দেখলে আন্দাজ করা যায়, অভিষেক অ্যাডভেঞ্চার কতটা পছন্দ করেন৷

শনিবার অভিষেকের বয়স হচ্ছে ৩৫৷ ২০০০ সালে ‘রিফিউজি' ছবিতে প্রথম অভিনয় করেন৷ তারপর এক দশক কেটে গেছে৷ প্রথমদিকে তেমন সাফল্য না পেলেও এখন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে বেশ নাম করেছেন৷ তার উপর অমিতাভ বচ্চনের মতো বিখ্যাত বাবার ছায়া থেকে বেরিয়ে এসে নিজের প্রতিভা প্রমাণ করাও সহজ নয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই