1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে যেতে পারি: অশোক কুমার দেবনাথ

২৮ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন ‘কিছু সিরিয়াস অভিযোগের’ তদন্ত করছেন তারা৷ সেগুলোর প্রমাণ পেলে অভিযুক্তদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হতে পারে৷ তিনি বলেন, ‘‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি, তারপরও কালচারাল কারণে এরকম হচ্ছে। তারা মনে করছে, এসব করে পার পাওয়া যায়। আগে অনেক ঘটনায় ব্যবস্থা না নেয়ায় একটা ইমিউনিটি কালচার তৈরি হয়েছে৷’’

https://p.dw.com/p/4afap