কিন্তু বিচার হবে কি?
৩ সেপ্টেম্বর ২০১৫‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট' সিপিজে-এর সুমিত গালহোত্রা একটি ব্লগে লিখেছেন, ‘‘বাংলাদেশ সরকার যে ব্লগারদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে, তা প্রমাণের এটি একটি সুযোগ৷'' গত কয়েক সপ্তাহে চার ব্লগার হত্যায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে গালহোত্রা বলেন, ‘‘এরপরও এসব মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তা নিয়ে সমালোচকরা এখনও সন্দিহান৷'' আনুষ্ঠানিক অভিযোগ দায়ের আর আদালতে গ্রহণযোগ্য সাজা প্রদানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে সেটাও তিনি তাঁর ব্লগে উল্লেখ করেছেন৷
সুমিত গালহোত্রার ব্লগে বাংলাদেশের ব্লগার আসিফ মহিউদ্দিনের মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে৷ সাম্প্রতিক সময়ে যেসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মুখ রক্ষার চেষ্টা বলে মনে করেন বর্তমানে জার্মানিতে বসবাসরত মহিউদ্দিন৷ সিপিজি-কে তিনি বলেন, ব্লগারদের রক্ষায় ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণেই সরকার এসব করতে বাধ্য হয়েছে৷ ‘‘এই গ্রেপ্তারগুলো কেবলমাত্র আই ওয়াশ,'' মন্তব্য আসিফ মহিউদ্দিনের৷ তাঁর আশঙ্কা, এখন যারা কারাগারে বন্দি আছে, পুলিশ তাদের বিরুদ্ধে এমন দুর্বল চার্জশিট গঠন করবে যে, যার ভিত্তিতে বন্দিরা পরবর্তীতে ছাড়া পেয়ে যাবে৷
ডেভিড রহমানও মনে করেন যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের কোনো বিচার হবে না৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কোনো বিচার হবে না৷ আসামি জামিনে মুক্তি পাবে৷ এই হলো আমাদের বিচার ব্যবস্থা৷''
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন