জার্মান ভাষা
১৭ জুন ২০১২নতুন সমাজের চ্যালেঞ্জ
নিজের দেশ ছেড়ে বিদেশ-বিভুঁইয়ে পাকাপাকি বসবাস করা সহজ কাজ নয়৷ তার উপর সেদেশের ভাষা-সংস্কৃতি যদি একেবারেই ভিন্ন হয়৷ সপরিবারে নতুন সমাজের সঙ্গে একাত্ম হতে হলে চাই যথেষ্ট ভাষাজ্ঞান, সঠিক আচার-আচরণ, মানুষের মনোভাব সম্পর্কে ধারণা ইত্যাদি৷
ভ্লাদিমির ক্নাক'এর কথাই ধরা যাক৷ গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি তিনি যখন জার্মানিতে এসেছিলেন, তখন জার্মান ভাষার একটা শব্দও জানতেন না৷ তখন তাঁর বয়স ছিল ১৩৷ প্রথম ৬ মাস স্কুলে জার্মান ভাষা শেখার আলাদা ক্লাসে যেতে হতো৷ তারপর বাকি পড়ুয়াদের সঙ্গে একসঙ্গে ক্লাস করতে হতো৷ সেই কাজ বেশ কঠিন ছিল সন্দেহ নেই, কিন্তু তাঁর বাবা-মার প্রজন্মের তুলনায় ভ্লাদিমির বেশ দ্রুত ভাষাটা রপ্ত করে নিতে পেরেছিলেন৷ আসলে কিন্ডারগার্টেন বা স্কুলে বাকি পড়ুয়াদের সঙ্গে সময় কাটিয়ে শিশু-কিশোররা যেভাবে চটজলদি ভাষা শিখে নিতে পারে, ৪০ বা ৫০ বছর বয়স্ক মানুষের পক্ষে তা একেবারেই সহজ হয় না৷
নতুন জীবন
যাই হোক, ভ্লাদিমির স্কুলের পাঠ শেষ করে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন৷ রাশিয়ার এক সহযোগী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি মারিয়া নামের এক ছাত্রীর প্রেমে পড়েন৷ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ভ্লাদিমির এক জার্মান কোম্পানির চাকরি নিয়ে সেই রাশিয়ায়ই বসবাস শুরু করেন৷ তারপর বেলারুশ'এ এক বছর৷ তারপর মারিয়ার সঙ্গে বিবাহ, জার্মানিতে ফিরে নতুন জীবন শুরু৷
কিন্তু সমস্যা হলো, মারিয়া যে একেবারেই জার্মান জানেন না! কিন্তু দমার পাত্রী নন তিনি৷ ভ্লাদিমির'এর সঙ্গে বেলারুশে থাকার সময়েই ভাষা শেখার উদ্যোগ শুরু করেন তিনি৷ প্রয়োজনীয় শিক্ষাক্রম অতিক্রম করে ‘বি ওয়ান' কোর্সও শেষ করেন তিনি৷ ‘এ ওয়ান' পরীক্ষা পাশ না করলে জার্মানিতে বসবাসকারী অভিবাসীর স্ত্রী বা স্বামী ভিসাই পাবেন না৷ ২০০৭ সালের আইন অনুযায়ী জার্মান ভাষার এই প্রাথমিক জ্ঞান বাধ্যতামূলক৷
ভাষা শেখার তাগিদ
৫ বছর আগে এই নিয়ম চালু হতেই গোটা বিশ্বে গ্যোটে ইন্সটিটিউট'এর জার্মান ভাষা শিক্ষাক্রমে ভর্তির সংখ্যা হু হু করে বেড়ে যায়৷ স্ত্রী বা স্বামীর সঙ্গে যোগ দিতে জার্মানি যেতে চান, ‘এ ওয়ান' পরীক্ষায় বসার জন্য প্রথম দিকে এমন প্রার্থীর সংখ্যা ছিল বছরে প্রায় ৬৫,০০০৷ পরে তা প্রায় ৪০,০০০এ নেমে যায়৷ এদের মধ্যে প্রায় এক চতুর্থাংশই তুরস্কের বিভিন্ন শহরে পরীক্ষায় বসেছেন৷ উল্লেখ্য, জার্মানিতে বিদেশীদের মধ্যে তুর্কিদের সংখ্যাই বেশি৷
‘‘২০০৭ সাল থেকে তুরস্কে গ্যোটে ইন্সটিটিউট'এর শাখার সংখ্যা দ্বিগুণ করতে হয়েছে'', বললেন ক্লাউস টোমাস ফ্রিক৷ তিনি অভিবাসীদের স্বামী বা স্ত্রীদের ভাষা পরীক্ষার বিষয়টির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা৷ তাঁর ভাষায়, ‘‘প্রথমে দেখা গেল, সবার পরীক্ষা নেবার জন্য জায়গা দেওয়ার মতো ক্লাসঘর বা প্রয়োজনীয় কর্মী আমাদের নেই৷ ফলে ঘর ভাড়া নিয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হলো৷ তারপর পরীক্ষা নেবার অধিকার আছে, এমন শিক্ষকদেরও সেখানে আনতে হলো৷ এদের সংখ্যা তো প্রায় দ্বিগুণ করতে হলো৷ চাহিদা ও ব্যবস্থাপনার দিক সামলাতে ইস্তানবুল, আঙ্কারা বা ইজমির'এ আমাদের শাখাগুলিকে হিমশিম খেতে হয়েছিল৷''
ভাষা শেখার পথে বাধা
শুরুর দিকে আরও একটি সমস্যা দেখা দিয়েছিল৷ যারা জার্মান ভাষা শিখে পরীক্ষা দেবেন, তাদের শিক্ষাগত যোগ্যতাও সমান নয়৷ ফলে সবার পক্ষে ক্লাসে বসে ঘণ্টার পর ঘণ্টা ধরে নতুন ভাষা শেখাও সহজ ছিল না৷ অনেকে তো কোনোদিন স্কুলেই যান নি, অনেকের আবার অক্ষর জ্ঞানই নেই৷ তখন গ্যোটে ইন্সটিটিউট'কে তাদের জন্য আলাদা কোর্স তৈরি করতে হয়েছিল৷ শিক্ষকদেরও বিশেষ প্রশিক্ষণ দিয়ে এমন শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করতে হয়েছিল৷
সমালোচনার সুর
আপাতদৃষ্টিতে এই উদ্যোগ সাধুবাদ অর্জন করলেও ভাষা সংক্রান্ত এই কড়া নিয়মের সমালোচকেরও অভাব নেই৷ যেমন বিদেশি আশ্রয়প্রার্থীদের স্বার্থ রক্ষার চেষ্টা করে, এমন এক সংগঠনের প্রতিনিধি মারেই পেলসার মনে করেন, অনেক পরিবারের সদস্যদের মিলনের পথে বাধা সৃষ্টি করছে এই আইন৷ বিশেষ করে শরণার্থীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তাদের অনেকে বাধ্য হয়ে এমন সব সংকটময় অঞ্চল থেকে জার্মানিতে এসে আশ্রয় নিয়েছেন, যেখানে জার্মান ভাষা শেখার কোনো উপায় ছিল না৷
ইউরোপীয় বিধিনিয়ম
ইউরোপীয় কমিশনও ২০১০ সালে অভিবাসী ও তাদের স্বামী বা স্ত্রীদের স্থানীয় ভাষা শেখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আইনের কাঠামোর প্রস্তাব রেখেছিল৷ তবে ভাষা না জানলে পরিবারকে বিচ্ছিন্ন রাখা যাতে না হয়, সেবিষয়েও সতর্ক করে দিয়েছিল৷ অর্থাৎ ভাষা না জানার কারণে কোনো সদস্য রাষ্ট্র যদি কোনো অভিবাসীর স্বামী বা স্ত্রীকে ভিসা না দেয়, তা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা৷ নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া এই নিয়ম শিথিল করলেও জার্মানিতে কড়াকড়ি এখনো চালু আছে৷
জার্মানির কর্তৃপক্ষের যুক্তি, জার্মান ভাষার মৌলিক জ্ঞান না থাকলে জার্মান সমাজে সম্পৃক্ত হওয়া কঠিন৷ তাই জার্মানিতে আসার আগেই সেই প্রচেষ্টা শুরু করা উচিত৷ তবে ভাষা শিখলেই যে জার্মান সমাজে সম্পৃক্ত হওয়া যায়, সেবিষয়েও অনেকের সন্দেহ রয়েছে৷ তাছাড়া সব বিদেশির জন্য কঠোর নিয়ম নেই৷ ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান বা অস্ট্রেলিয়ার নাগরিকদের ক্ষেত্রে ভাষার সার্টিফিকেট ছাড়াও দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়৷
প্রতিবেদন: ক্লাউস ডামান / এসবি
সম্পাদনা: দেবারতি গুহ