1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসী অপরাধীদের বিষয়ে কঠোর হচ্ছে ফিনল্যান্ড

১৬ জানুয়ারি ২০১৯

অভিবাসীদের অপরাধ দমনে আরো কঠোর আইন করতে যাচ্ছে ফিনল্যান্ড সরকার৷ সম্প্রতি দেশটিতে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত আইন আরো কঠোর করার বিষয়ে একমত হন আইন প্রণেতারা৷

https://p.dw.com/p/3Be9P
Symbolbild Missbrauch
ছবি: picture alliance/Photoshot

প্রস্তাবিত এ আইনের মধ্যে রয়েছে,  শিশুদের যৌন হয়রানির সর্বনিম্ন শাস্তির মেয়াদ আরো বাড়ানোএবং অপরাধীর নাগরিকত্ব বাতিল করা৷

ফিনল্যান্ডে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানির সংখ্যা বাড়ছে৷ হেলসিঙ্কি পুলিশ গত শনিবার যৌন হয়রানির অভিযোগে তিন অভিবাসীকে আটক করেছে৷ এদিকে গত শুক্রবার, দেশটির উলু শহরের পুলিশ যৌন হয়রানি অভিযোগে তিনজন অভিবাসীকে আটক করে৷ পুলিশ জানায়, তারা গত ডিসেম্বরে একই অভিযোগে অন্তত নয়জনকে আটক করেছে৷

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো (Sauli Niinisto) বলেন এ ধরণের অপরাধ কোনভাবেই মেনে নেয়া যায় না৷ ‘‘এটা কোনভাবেই কাম্য নয় যে, যাদেরকে আমরা এনেছি ও এখানে থাকতে দিয়েছি তারা এখানে উছৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে৷''

গত বুধবার সংসদ অধিবেশন শেষে ফিনল্যান্ডের সেন্টার পার্টির এমপি আন্টি কাইক্কোনেন স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, এ ধরনের অপরাধ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে সংসদ সদস্যরা একমত হয়েছেন৷

 

সম্প্রতি যৌন হয়রানির বিষয়ে আদালতের এক রায় নিয়ে বিতর্ক চলছে দেশটিতে৷ ফিনল্যান্ডের এক আদালতের রায়ে বলা হয়, কোনো প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি ১০ বছর বয়সি কারো সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে যৌন হয়রানি বলা যাবে না৷

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে তারা দেশ জুড়ে ১৪ শ'টি যৌন হয়রানির অভিযোগ পেয়েছে, যার মধ্যে ২৫ ভাগের সাথেই অভিবাসীরা যুক্ত৷

আরআর/এসিবি (এএফপি)          

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান