অভিনয়ে নিজেকে সঁপে দিলেন নাটালি পোর্টম্যান
২৩ মার্চ ২০১১নাটালি'র ভক্তদের উদ্বেগের কোনো কারণ নেই৷ কেননা, তিনি মানসিক সমস্যায় জর্জরিত এক ব্যালেরিনার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে একথা বলেছেন৷ তাঁর ধারণা, ঐসব মানসিক সমস্যা কাটিয়ে উঠতে ছবিটি শেষ হওয়ার পরপরই তাঁর উচিত ছিল একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার৷
ব্যালে দুনিয়া নিয়ে নির্মিত হয়েছে ‘ব্ল্যাক সোয়ান' ছবি৷ এই ছবিতে মাদকাসক্ত, মানসিক ভারসাম্যহীন এক ব্যালে নর্তকীর চরিত্রে অনবদ্য অভিনয় করে এবছর অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন নাটালি৷ গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, চরিত্রের অতি গভীরে চলে যাওয়ায় ছবিটির শেষদিকে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন৷ তিনি মনে করেন, ব্ল্যাক সোয়ান' ছবিটির পর কিছুদিন বিরতি দিয়ে তবে তাঁর চলচ্চিত্র দুনিয়ায় ফেরাটা উচিত ছিল৷ তবে তিনি বলছেন, পরিচালক ড্যারেন অ্যারনফস্কি'র কথা৷ এই পরিচালকের সঙ্গে কাজ করাটা নাকি ছিল নাটালির জীবনের অন্যতম একটি অভিজ্ঞতা৷ তাই প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতেও আপত্তি নেই নাটালির৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আরাফাতুল ইসলাম