1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবিলম্বে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের আলোচনায় বসতে বললো জার্মানি

২৭ সেপ্টেম্বর ২০১১

জাতিসংঘে দেওয়া ভাষণে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানসূত্রের উপর জোর দিলেন৷

https://p.dw.com/p/12hnS
Foreign Minister of Germany, Guido Westerwelle, addresses the 66th session of the United Nations General Assembly, Monday, Sept. 26, 2011. (Foto:Richard Drew/AP/dapd)
নতুন চশমা চোখে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: dapd

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শীর্ষ নেতাদের ভাষণের পরেই পররাষ্ট্রমন্ত্রীদের পালা আসে৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল এবার নিউ ইয়র্ক যেতে পারেন নি, পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে'কে৷ বক্তাদের তালিকায় তাঁর স্থান ছিল একেবারে পেছনের দিকে৷ গত বছরও তিনি জাতিসংঘে জার্মানির প্রতিনিধিত্ব করেছিলেন৷ তখন ভাইস চ্যান্সেলার হিসেবে আগেই ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন৷

ভেস্টারভেলে সোমবার মধ্যপ্রাচ্য সংকট সম্পর্কে জার্মানির অবস্থান তুলে ধরেন৷ কিন্তু ততক্ষণে গুরুত্বপূর্ণ নেতারা তল্পিতল্পা গুছিয়ে চলে গেছেন৷ ফলে তাঁদের আর ভেস্টারভেলের বক্তৃতা শোনা হলো না৷ অনেক আসন একেবারে খালি ছিলো৷ দর্শকদের আসনেরও প্রায় একই দশা৷

যাই হোক, ভেস্টারভেলে তাঁর ভাষণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের উদ্দেশ্যে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার ডাক দিয়েছেন৷ তিনি বলেন, দুই পক্ষেরই নিজস্ব স্বার্থ রয়েছে বটে, কিন্তু সংলাপের মাধ্যমে একটা বোঝাপড়ায় আসা মোটেই অসম্ভব নয়৷ উল্লেখ্য, গত শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণ মর্যাদার সদস্য পদের জন্য আবেদন পেশ করেন৷  আন্তর্জাতিক মধ্যস্থতা গোষ্ঠী বা কোয়ার্টেট দুই পক্ষের উদ্দেশ্যে এক মাসের মধ্যে আলোচনা শুরু করার জন্য চাপ দিচ্ছে৷ নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী সদস্য হিসেবে জার্মানি এই প্রশ্নে কী অবস্থান নেবে, ভেস্টারভেলে তা অবশ্য বলেন নি৷ ঐতিহাসিক কারণে ইসরায়েলের নিরাপত্তা যে ফেডারেল জার্মান রাষ্ট্রের মৌলিক ভিত্তির মধ্যে পড়ে, তা আবারো জোর দিয়ে বলেন ভেস্টারভেলে৷

German Foreign Minister Guido Westerwelle addresses the 66th session of the United Nations General Assembly at U.N. headquarters Monday, Sept. 26, 2011. (Foto:Richard Drew/AP/dapd)
জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে এবার ম্যার্কেলের বদলে ভাষণ দেন ভেস্টারভেলেছবি: dapd

নিজের দেশে, নিজের দলে, সরকারি জোটে রাজনীতিক হিসেবে ভেস্টারভেলের গুরুত্ব দিন দিন কমেই চলেছে৷ তাছাড়া নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ন্যাটোর লিবিয়া অভিযানের প্রশ্নে ভোটদানে বিরত থাকায় আন্তর্জাতিক মঞ্চেও তিনি বেশ একঘরে হয়ে পড়েছেন৷ জার্মান সংবাদমাধ্যমের একাংশ তাঁর ভূমিকায় নতুনত্ব খুঁজতে তাঁর চোখে নতুন চশমার উল্লেখ করেছে৷ 

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ