1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজজাপান

অবাধ্য পর্যটক সামলাতে দেওয়াল তুলছে জাপান

২১ মে ২০২৪

জাপানের একটি শহর থেকে মাউন্ট ফুজির মুগ্ধ করা দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা৷ ভিড়ের চাপে শহর কর্তৃপক্ষ তা থামাতে দেওয়াল তুলেছে৷

https://p.dw.com/p/4g6dF
মাউন্ট ফুজিতে পর্যটকরা ছবি তুলছেন
মাউন্ট ফুজি এখন পর্যটকদের আকর্ষণছবি: Philip Fong/AFP/Getty Images

মাউন্ট ফুজির সৌন্দর্য্য জাপানের ফুজিকাওয়াগুচিকো শহরের অন্যতম আকর্ষণ৷ বিশ্বের নানা দিক থেকে পর্যটকরা আসেন এখানে এই অপরূপ দৃশ্যের সাথে ছবি তুলতে৷

কিন্তু এমন ছবি তোলার হিড়িক মাঝেমাঝেই পরিণত হয় বিশৃঙ্খলতায়৷ পর্যটকদের নিয়ম ভাঙা রুখতে শহরটির কর্তৃপক্ষ মঙ্গলবার ধাতব তারের একটি বিশাল দেওয়াল তুলেছে, যাতে কিছুটা বিরত হন পর্যটকরা৷

গত কয়েক বছর ধরেই স্থানীয়দের মাথাব্যথার কারণ হয়ে ওঠে পর্যটকরা, যারা পথেঘাটে ময়লা-আবর্জনা ফেলে, ট্রাফিক আইন ভঙ্গ করে সেলফি তুলতে ছোটে৷

ছবির মতো সুন্দর এই শহরটিতে ততধিক সুন্দর পাহাড়ের সাথে ছবি তুলতে গাড়ি পার্ক করা ও ধূমপানের বিধি লঙ্ঘন করে থাকে পর্যটকেরা৷

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, তারের এই দেওয়াল আট ফুট উঁচু ও প্রস্থে ৬৫ ফুট৷

টোকিওর ১০০ কিলোমিটার পশ্চিমে ইয়ামানাশি জেলায় অবস্থিত এই ফুজিকাওয়াগুচিকো শহর৷

মাউন্ট ফুজির একাংশ
মাউন্ট ফুজিতে পর্যটকের চাপ নিয়ন্ত্রণের জন্য নিতে হচ্ছে নানা ধরনের উদ্যোগছবি: Eugene Hoshiko/AP/picture alliance

সরকারি কর্মকর্তারা বলেন যে এমন পদক্ষেপ নেবার জন্য তারা দুঃখিত, কিন্তু পর্যটকদের বারবার সতর্ক করে কোনো সুরাহা না হওয়াতেই তারা বাধ্য হন দেওয়াল তুলতে৷

সোমবার, ইয়ামানাশি কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে বলা হয় যে পাহাড় চড়ার মৌসুমে নতুন নিয়ম চালু করা হচ্ছে৷ ১ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ইয়ামানাশির ইয়োশিডা অঞ্চলে হাইক করতে পারবেন পর্যটকরা৷

যারা মাউন্ট ফুজিতে হাইক করতে চান, তাদের আগে থেকে টাকা দিয়ে- স্লট বুক করতে হবে৷ কারণ, তা না হলে অহেতুক ভিড়ের ফলে শহরে আবর্জনা বাড়বে, এবং তাড়াহুড়োয় পাহাড় চড়তে যাবার বিপদও থাকে বলে জানায় তারা৷

প্রতি দিন শুধু চার হাজার মানুষ এই পাহাড়ে চড়ার অনুমতি পাবেন৷

চলতি বছরে রেকর্ড সংখ্যক তিন কোটি ২০ লাখ পর্যটক ভিড় জমাবেন জাপানে, আশা করছে জাপানের জাতীয় পর্যটন সংস্থা৷

এসএস/কেএম (এপি, এএফপি)