অবাধ্য পর্যটক সামলাতে দেওয়াল তুলছে জাপান
২১ মে ২০২৪মাউন্ট ফুজির সৌন্দর্য্য জাপানের ফুজিকাওয়াগুচিকো শহরের অন্যতম আকর্ষণ৷ বিশ্বের নানা দিক থেকে পর্যটকরা আসেন এখানে এই অপরূপ দৃশ্যের সাথে ছবি তুলতে৷
কিন্তু এমন ছবি তোলার হিড়িক মাঝেমাঝেই পরিণত হয় বিশৃঙ্খলতায়৷ পর্যটকদের নিয়ম ভাঙা রুখতে শহরটির কর্তৃপক্ষ মঙ্গলবার ধাতব তারের একটি বিশাল দেওয়াল তুলেছে, যাতে কিছুটা বিরত হন পর্যটকরা৷
গত কয়েক বছর ধরেই স্থানীয়দের মাথাব্যথার কারণ হয়ে ওঠে পর্যটকরা, যারা পথেঘাটে ময়লা-আবর্জনা ফেলে, ট্রাফিক আইন ভঙ্গ করে সেলফি তুলতে ছোটে৷
ছবির মতো সুন্দর এই শহরটিতে ততধিক সুন্দর পাহাড়ের সাথে ছবি তুলতে গাড়ি পার্ক করা ও ধূমপানের বিধি লঙ্ঘন করে থাকে পর্যটকেরা৷
বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, তারের এই দেওয়াল আট ফুট উঁচু ও প্রস্থে ৬৫ ফুট৷
টোকিওর ১০০ কিলোমিটার পশ্চিমে ইয়ামানাশি জেলায় অবস্থিত এই ফুজিকাওয়াগুচিকো শহর৷
সরকারি কর্মকর্তারা বলেন যে এমন পদক্ষেপ নেবার জন্য তারা দুঃখিত, কিন্তু পর্যটকদের বারবার সতর্ক করে কোনো সুরাহা না হওয়াতেই তারা বাধ্য হন দেওয়াল তুলতে৷
সোমবার, ইয়ামানাশি কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতিতে বলা হয় যে পাহাড় চড়ার মৌসুমে নতুন নিয়ম চালু করা হচ্ছে৷ ১ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ইয়ামানাশির ইয়োশিডা অঞ্চলে হাইক করতে পারবেন পর্যটকরা৷
যারা মাউন্ট ফুজিতে হাইক করতে চান, তাদের আগে থেকে টাকা দিয়ে- স্লট বুক করতে হবে৷ কারণ, তা না হলে অহেতুক ভিড়ের ফলে শহরে আবর্জনা বাড়বে, এবং তাড়াহুড়োয় পাহাড় চড়তে যাবার বিপদও থাকে বলে জানায় তারা৷
প্রতি দিন শুধু চার হাজার মানুষ এই পাহাড়ে চড়ার অনুমতি পাবেন৷
চলতি বছরে রেকর্ড সংখ্যক তিন কোটি ২০ লাখ পর্যটক ভিড় জমাবেন জাপানে, আশা করছে জাপানের জাতীয় পর্যটন সংস্থা৷
এসএস/কেএম (এপি, এএফপি)