1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্মস্ট্রং-এর স্বীকারোক্তি

১৮ জানুয়ারি ২০১৩

ওপ্রা উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে সাইক্লিংয়ের কিংবদন্তি ল্যান্স আর্মস্ট্রং পারফরম্যান্স ভালো করার জন্য মাদক নেয়ার কথা স্বীকার করেছেন৷ এতেও অবশ্য রক্ষা নেই, শপথ নিয়ে ‘যথাস্থানে’ সব খুলে বলার দাবি উঠেছে এবার৷

https://p.dw.com/p/17Mna
ছবি: picture alliance/dpa

তিনি মুখ খুললেন৷ খোলার আগেই যে রকম জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল, তেমনটা সচরাচর দেখা যায় না৷ উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে আর্মস্ট্রং ড্রাগ নেয়ার অভিযোগ স্বীকার করেছেন – এ খবর আগেই সংবাদ মাধ্যমে এসেছিল৷ অনুষ্ঠানটি ধারণ করার সময় উপস্থিত এক ব্যক্তি প্রথমে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন৷ তারপর খোদ ওপ্রাও তাঁর প্রতিক্রিয়া জানান৷ অবশেষে দর্শকরাও সেই সাক্ষাৎকার দেখার সুযোগ পেলেন বৃহস্পতিবার৷

সাতবার ‘ত্যুর দ্য ফ্রঁস' জেতা  ল্যান্স আর্মস্ট্রং ড্রাগ নেয়ার অভিযোগ ওঠার পর থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছিলেন৷ অথচ নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি আদালতে যাননি৷ ফলে সব শিরোপা কেড়ে নেয়া হয় তাঁর কাছ থেকে৷ সাইক্লিংয়ের মহানায়ক থেকে হঠাৎই হয়ে যান খলনায়ক৷ এত কিছুর পর যুক্তরাষ্ট্রের এই সাইক্লিস্ট স্পষ্ট ভাষায় জানালেন, পারফরম্যান্স ভালো করার ড্রাগ নিয়েই তিনি সাত-সাতবার সাইক্লিংয়ের সর্বোচ্চা আসর ‘ত্যুর দ্য ফ্রঁস' জেতার রেকর্ড গড়েছেন৷ স্বীকারোক্তি এলো একেবারে স্পষ্ট ভাষায়, কোনো রাখঢাক ছাড়া৷ তবে তাঁর ভাবলেশহীন মুখে আবেগের কোনো ছাপ দেখা যায় নি৷ ওপ্রা উইনফ্রে তাঁকে ভেবে উত্তর দেওয়ার কোনো সুযোগ দেন নি, পর পর প্রশ্ন করে গেছেন তিনি৷

epa03541839 Patrons at a restaurant in New York, USA, watch as banned US cyclist Lance Armstrong talks to Oprah Winfrey in an earlier recorded interview, in New York, USA, 17 January 2013. Lance Armstrong admitted for the first time that he had used banned substances to enhance his cycling performances. The American cyclist answered 'yes,' when asked by Oprah Winfrey, whether he had used EPO, human growth hormone, blood transfusions and other banned substances to achieve his seven Tour de France Titles. EPA/PETER FOLEY CAPTION FIX CAPTION FIX +++(c) dpa - Bildfunk+++
উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে আর্মস্ট্রং ড্রাগ নেয়ার অভিযোগ স্বীকার করেছেন - এ খবর আগেই সংবাদ মাধ্যমে এসেছিলছবি: picture-alliance/dpa

নিজের অপকর্মের বিষয়ে এতকাল গোটা বিশ্বকে অন্ধকারে রেখেছিলেন কেন? এ প্রশ্নে আর্মস্ট্রং বলেন, ‘‘সত্যিই এর কোনো জবাব নেই৷ অনেকের কাছেই এই স্বীকারোক্তি নিশ্চয়ই খুব দেরিতে এলো৷ সব দোষ আমার৷'' এত বড় মিথ্যা বার বার বলে ঠিক করেন নি –  অনুশোচনার সুরে এ কথাও বলেছেন আর্মস্ট্রং৷

যে মানুষটির গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী, ক্যান্সারকে জয় করার কারণে সুপারস্টারদেরও অনুপ্রেরণা জুগিয়েছেন যিনি, তাঁর এমন পতন যে কত বেদনাদায়ক এখন বুঝতে পারছেন সাইক্লিং জগতের এই কিংবদন্তি৷ তবে এ-ও স্বীকার করেছেন যে সৎ পথে থেকে এত বড় সাফল্য পাওয়া কখনো সম্ভব হতো না৷ তাঁর মতে, সাইক্লিং জগতে মাদক ব্যবহারের প্রবণতা তিনি আসার আগেও ছিল৷

তবে প্রতারণা করে সবচেয়ে বড় তারকা হয়েছিলেন বলে শাস্তিও সবার চেয়ে বেশিই পেয়েছেন আর্মস্ট্রং৷ অতীতের সব শিরোপা খুইয়েছেন৷ সাইক্লিং থেকে হয়েছেন আজীবন নিষিদ্ধ৷ বিশ্বের সব নামিদামি স্পনসরই ছেড়ে গেছে তাঁকে৷ এদিকে মার্কিন মাদক বিরোধী কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু টেলিভিশন অনুষ্ঠানে স্বীকারোক্তি যথেষ্ট নয়, তাদের সামনে শপথ নিয়ে সব কিছু খুলে বললে তবেই আর্মস্ট্রং-এর আন্তরিকতার পরিচয় পাওয়া যাবে৷ আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থার প্রধান জন ফাহেও শুক্রবার আর্মস্ট্রং-এর সমালোচনা করে বলেন, এটা আসলে নিয়ন্ত্রিত জনসংযোগের প্রচেষ্টা৷

ডিজি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য