ভারতে দুর্নীতি
৩ আগস্ট ২০১২আজ সন্ধ্যায় অনশন ভঙ্গ করলেন দুর্নীতি বিরোধী আন্দোলনের শীর্য নেতা আন্না হাজারে এবং তাঁর সহযোগীরা৷ কিন্তু যে প্রশ্নটা সামনে রেখে এই আন্দোলন তুলে নেয়া হলো, তা নিয়ে নাগরিক সমাজ বিভাজিত৷ আন্না টিমের পক্ষ থেকে বলা হয়, দেশ থেকে দুর্নীতি দূর করতে শুধুমাত্র আন্দোলন করে সরকারের ঘুম ভাঙানো যাবেনা৷ এক রাজনৈতিক বিকল্প তৈরি করা জরুরি৷
আন্না টিমের প্রশান্ত ভূষণ বলেন, প্রশ্নটা কঠিন সন্দেহ নেই৷ কিন্তু দেশের সামনে এছাড়া অন্য পথও নেই৷ দুর্নীতির সঙ্গে আপোষ না করে, রাজনৈতিক ক্ষমতা না নিয়ে রাজনৈতিক সিস্টেমটা বদলানোর জন্য রাজনৈতিক বিকল্প তৈরি করাই এই আন্দোলনের লক্ষ্য৷ মঞ্চে দাঁড়িয়ে একই কথা বললেন সদ্য অবসর নেয়া সেনাপ্রধান জেনারেল ভি.কে সিং৷ এর থেকে বড় আন্দোলন করতে হবে৷ আর তা হলো রাজনীতি বদলানোর৷
রাজনৈতিক রণাঙ্গনে আন্না হাজারের প্রবেশের সিদ্ধান্তের ইঙ্গিতে আমজনতা বিভ্রান্ত৷ একাংশ মনে করছেন, এটা ঠিক হবেনা৷ রাজনীতির পঙ্কিল আবর্তে আন্নার ভাবমূর্তিতে কাদা লাগবে৷ ভোটের রাজনীতি নোংরা আবর্জনায় ভরা৷ অর্থ ও পেশিশক্তি-নির্ভর৷ আন্না টিম রাজনৈতিক দল গঠন করে এবং ভোটের ময়দানে পা রেখে রাজনৈতিক সিস্টেমটা বদলাতে গিয়ে নিজেরাই যে তার শিকার হবেনা, তার গ্যারান্টি কোথায়? অনেকের কথায়, বিকল্প রাজনৈতিক শক্তিতে আন্নার ভূমিকা কী হবে?
এর প্রেক্ষিতে আন্নার নিজের বক্তব্য, তিনি নিজে দল গড়বেন না বা নির্বাচনে প্রার্থী হবেন না৷ তবে টিমের কেউ যদি দাঁড়াতে চান এবং তাঁর সততা ও যোগ্যতা সম্পর্কে যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে তিনি তাঁকে সমর্থন করবেন৷ দল তৈরি কোনো অপরাধ নয়৷ অবশ্য সবটাই নির্ভর করছে আমজনতার রায়ের ওপর৷
রাজনৈতিক দলগুলি আন্না টিমের রাজনীতিতে আসার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে৷ বিজেপি বলেছে, গণতন্ত্রে চ্যালেঞ্জ আছে, আন্দোলন আছে, আছে নির্বাচনও৷ তাই আন্না যদি সেই পথ বেছে নেন, তাতে ক্ষতি কী? সমাজবাদী পার্টির মহাসচিব বলেন, আন্নার সিদ্ধান্ত সঠিক৷ আন্না টিমের পার্টি গঠন করা উচিত৷ রাজনীতিতে যে নোংরামো আছে, সেটা দূর করতে হলে, রাজনৈতিক দল বানিয়েই তা দূর করতে হবে৷ ওদিকে, সিপিআই-এম মনে করে, আন্না দল বানাতে চাইছেন, তাতে বলার কী আছে? আমাদের চিন্তা যাঁরা সরকারের সব সুবিধা থেকে বঞ্চিত তাঁদের নিয়ে৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ