অবরুদ্ধ কলকাতা
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাকি ভারতের মতো কলকাতাও মেনে চলছে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ৷ ফলে শহরের জনজীবন কার্যত স্তব্ধ৷
জনশূন্য রাজপথ
সোমবার সকালে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা গড়িয়াহাট মোড়ের শুনশান চেহারা৷
ঘুমন্ত সরীসৃপ
অতিকায় সরীসৃপের মতো ঘুমন্ত, নির্জীব পড়ে আছে ফ্লাইওভার৷ কোনও গাড়ি নেই৷
চাক্কা জ্যাম
সব ধরনের গণ পরিবহণ বিশ্রাম নিচ্ছে এখন৷
বন্ধ দোকানপাট
বড় দোকান থেকে রাস্তার হকার, সবারই ব্যবসা বন্ধ৷
কাগজ চালু
অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে চালু আছে খবরের কাগজ৷
বাজার খোলা
সরকারি আনুকূল্যে খোলা আছে শাকসবজির বাজার৷
মাছের বাজারও
যতদিন মজুত আছে, খোলা থাকবে মাছের বাজার৷
সতর্ক দোকানি
সংক্রমণ ঠেকানোর সব সতর্কতা নিচ্ছেন দোকানিরা৷
সাবধানি দূরত্ব
দোকানের সামনে ক্রেতাদের লাইনেও ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখা হচ্ছে৷
দরকারি মুখোশ
নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি এই আরেকটি জিনিস বিকোচ্ছে, সেটা হলো মুখোশ৷
10 ছবি
1 | 1010 ছবি