অপারেশন টেবিলে গান!
১৬ সেপ্টেম্বর ২০১৯হ্যা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি শহরের ছয় বছরের অনন্য চক্রবর্তী এমনই কাণ্ড ঘটিয়েছে৷ অপারেশন টেবিলে শুয়ে সাবলিলভাবে তার গাওয়া গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷
বাংলাএক্সপি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাস ধরে ফাইমোসিস রোগে ভুগছিল অনন্য৷ চিকিৎসকরা অস্ত্রোপচাররে পরামর্শ দিলে কয়েক দিন আগে তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
‘‘নির্দিষ্ট সময় শুরু হয় অপারেশন৷ অপারেশন শুরু করে এক চিকিৎসক শিশুটিকে বলেন, গান জানো? এরপর শিশুটি বলে, যখন স্টার্ট বলবে তখনই বলব৷ এরপর একজন চিকিৎসক বলেন, হ্যা স্টার্ট৷
‘টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পরছে তো পরছে৷ টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পরছে তো পরছে৷ চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে, মনটা কেমন যেন করেছ...', কয়েক মিনিট ধরে পুরো গানটি গেয়ে শোনায় অন্যন্য, অন্যদিকে চলে অপারেশন৷
বাংলাএক্সপি ডটকম লিখেছ, প্রথম গানটি গাওয়া শেষ হলে চিকিৎসকরা জানতে চান আর কোন গান সে জানে কি না৷ এরপর স্কুলের শিশু মন্দিরে প্রতিদিন যে গানে মাতৃবন্দনা করানো হয়, সেই গান গেয়ে শোনায় অনন্য৷
এসআই/কেএম (বাংলাএক্সপি ডটকম)