শীতলক্ষ্যায় লাশ
১ মে ২০১৪বুধবার দুপুরে নারাণগঞ্জের বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠে৷ লাশ তিনটি উদ্ধার করার পর, একটি লাশ নারায়ণগঞ্জের অপহৃত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের বলে শনাক্ত করেন তাঁর ভাই আব্দুস সালাম৷ তবে বিকেল পর্যন্ত অন্য দু'টি লাশের পরিচয় মেলেনি৷
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তিনি জানান, স্থানীয় লোকজন গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান৷ লাশগুলো পচে গন্ধ বের হয়েছে ততক্ষণে৷ উদ্ধার করা তিনটি লাশের মধ্যে একটি কাউন্সিলর নজরুলের বলে শনাক্ত করেন তাঁর ভাই৷
লাশ উদ্ধার করতে যাওয়া বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, প্রতিটি লাশই ইট দিয়ে বাঁধা ছিল৷ চেহারাও বোঝা যাচ্ছিল না৷ যেন লাশ ভেসে উঠতে না পারে, সেজন্যই হয়ত দুর্বৃত্তরা এটি করে থাকতে পারে৷
প্রসঙ্গত গত রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন৷ পরে পুলিশ নজরুলের গাড়িটি গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায়৷ গাড়ির ভেতর থেকে একটি ভোটার আইডিকার্ড, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ও এনামুল হক নামের এক পুলিশ পরিদর্শকের ভিজিটিং কার্ড পাওয়া যায়৷
বুধবার লাশ উদ্ধারের পর কাউন্সিলর নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম দাবি করেন, ‘‘পুলিশ সক্রিয় হলে তাঁর ভাইকে লাশ হতে হতো না৷'' তিনি পুলিশের নিষ্ক্রিয়তাকে ‘রহস্যজনক' বলে মন্তব্য করেন৷ আর নজরুলের স্ত্রী বিউটি বেগম প্রশ্ন করেন, প্রাইভেট কারসহ অপহরণ কিভাবে সম্ভব হলো? অপহরণকারীরা চার দিনেও ধরা পড়েনি৷ উল্টে তাঁর স্বামীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়৷ তাই তিনি এই অপহরণকারীদের পরিচয় জানতে চান৷
আদতে অপহরণের ঘটনার পর পরই নারায়ণগঞ্জ উত্তাল হয়ে ওঠে৷ এরপর প্যানেল মেয়র নজরুলের লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁর সমর্থকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে৷ সেই সড়ক অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে এখনও৷
এদিকে নারায়ণগঞ্জের কাউন্সিলরসহ সাতজনকে অপহরণের ঘটনায় ‘সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে পুলিশ সুপারসহ ঐ জেলার র্যাব-পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অব্যাহত অপহরণ-গুমের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ গুম-অপহরণ তাদের নতুন পন্থা৷ সরকার এখন থেকে অপহরণকারীদের ধরার জন্য নতুন নতুন পদ্ধতি নিয়ে কাজ করবে৷''
উল্লেখ্য, গত চার মাসে সারা দেশে অন্ততপক্ষে ৫৩ জনকে অপহরণ করা হয়েছে৷ এর মধ্যে গত এক সপ্তাহে অপহৃত হয়েছেন মোট ১২ জন৷