অন্ধ বিশ্বাসে ঝাড়ফুঁকে চিকিৎসা
নামী কবিরাজ বা হুটহাট গজিয়ে ওঠা ফকিরের কেরামতিতে রোগবালাই না সারলেও ঝাড়ফুঁকের পেছনে ছোটেন বাংলাদেশের অনেক মানুষ৷ বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প চিকিৎসা হিসেবে অন্ধ বিশ্বাস থেকে অনেকে এসবের দ্বারস্থ হয়৷
বিশ্বাসে মিলে মুক্তি!
তেল-পানির বোতল হাতে ছুটছেন হাজার হাজার মানুষ৷ কিংবা কোনো পুকুর থেকে পানি নিতে ভীড় করেছেন অনেকে৷ বাংলাদেশে প্রায়ই এমন দৃশ্যের দেখা মিললেও ঝাড়ফুঁকে আদৌ রোগ নিরাময় না বলেই চিকৎসকদের অভিমত৷
শক্তিবর্ধকে শক্তি নেই
দেশের বিভিন্ন স্থানে দোকান বসিয়ে নানা ধরনের শক্তিবর্ধক ওষুধ বিক্রি করেন অনেকে৷ আর এসব ওষুধ কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন মানুষ৷ ওষুধের নামে এসব শক্তিবর্ধকে আসলে কোনো কাজ হয় না বলে ভুক্তভোগীদের ভাষ্য৷
প্রতারণা
ঢাকার ব্যস্ততম এলাকার ফুটপাথে হাঁটলেই চোখে পড়বে পসরা সাজিয়ে সর্বরোগের ওষুধ বিক্রি করছেন অনেকে৷ সাধারণত নিম্ন আয়ের মানুষ ক্যানভাসারের বয়ান শুনে পটে গিয়ে এসব ওষুধ কেনন৷ বেশিরভাগ ওষুধই যৌনশক্তি বর্ধক৷ তবে চিকিৎসকরা বলছেন, ফুটপাটের ওইসব ক্যানভাসারা আসলে সরল বিশ্বাসী মানুষদের সঙ্গে প্রতারণা করেন৷
ঝাড়ফুঁকের অজুহাতে ধর্ষণ
জিন ও ভুত তাড়ানো বা ঝাড়ফুঁক করার নাম করে কবিরাজদের কাছে ধর্ষণের স্বীকার হন অনেক নারী৷ লাজলজ্জায় অনেকে এসব ঘটনা ফাঁস না করলেও অনেক ঘটনা প্রকাশের পর সংশ্লিষ্ট কবিরাজদের গ্রেপ্তার করে পুলিশ৷
সাংসারিক সমস্যার সমাধান
অনেক সময় নানা ধরনের সাংসারিক সমস্যার সমাধান ছাড়াও প্রিয়জনদের সঙ্গে সৃষ্টি হওয়া দূরত্ব ঘোচাতে আধ্যাতিক গুরু নামধারীদের কাছে ধর্ণা দেন অনেকে৷ অন্ধ বিশ্বাস থেকেই তারা এদের কাছে গিয়ে টাকা খরচ করেন৷
জ্যোতিষীর দ্বারে
নানা কারণে হতাশ হয়ে, কেউবা আরেকটু ভালো কিছুর আশায় জ্যোতিষীর স্মরণাপন্ন হন৷ বলা হয়, জ্যোতিষীরাও কারো কারো দূর্বলতার সুযোগ নিয়ে ভুলভাল পরামর্শ দেন, যা আসলে কোনো কাজে আসে না৷
বিকল্প চিকিৎসা
কেউ চিকিৎসা প্রচলিত ব্যবস্থায় বিশ্বাস হারিয়ে আবার কেউ কেউ অর্থ সংকটে চিকিৎসা নিতে না পেরে বিকল্প চিকিৎসা হিসেবে কবিরাজের পেছনে ছোটেন৷