1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক সুস্থ ট্রাম্প, হাত নাড়লেন সমর্থকদের

৫ অক্টোবর ২০২০

করোনার মধ্যেই গাড়ি করে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন ডনাল্ড ট্রাম্প। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন অনেক সুস্থ।

https://p.dw.com/p/3jQqZ
ছবি: Alex Edelman/AFP/Getty Images

নাটকীয়। প্রথমে সেনা হাসপাতালের প্রেসিডেনশিয়াল ঘর থেকে ভিডিও, তারপরেই গাড়ি চড়ে বেরিয়ে পড়া। রোববার করোনার মধ্যেই সমর্থকদের চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামান্য সময়ের জন্য গাড়ি চড়ে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, তিনি এখন ভালো আছেন। সব ঠিক থাকলে দ্রুত হাসাপাতাল থেকে মুক্তিও পাবেন।

বৃহস্পতিবার পর্যন্ত পুরো দস্তুর নির্বাচনী প্রচার চালিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন নিউ জার্সিতে। শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। নিজেই অসুস্থতার কথা টুইটে জানান। জানিয়ে দেন, টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তিনি কোয়ারান্টিনে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য জানা যায়, ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন। ওই দিনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের অসুস্থতা ঘিরে নানা গুজব রটতে শুরু করে। কোনো মহল থেকে প্রচার করা হয়, প্রেসিডেন্ট খুবই অসুস্থ। রোববার সেই জল্পনার অবসান ঘটিয়েছেন ট্রাম্পের চিকিৎসক। তিনি জানিয়েছেন, ট্রাম্পের জ্বর ছিল। শুক্রবার তাঁর অক্সিজেন স্যাচিউরেশন ৯৪ শতাংশের নীচে নেমে গিয়েছিল। সে কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে এক ঘণ্টা অক্সিজেন দেওয়া হয়। তাতেই তাঁর অবস্থার অনেকটা উন্নতি হয়। ফুসফুসে যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য স্টেরয়েডও তাঁকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্ট অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বলেছেন, গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের আর জ্বর আসেনি। তিনি নিজেই হাঁটতে চাইছেন।

তবে রোববারের সব চেয়ে বড় চমক দিয়েছেন ট্রাম্প নিজেই। প্রথমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। তাতে বলা হয়, শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ তিনি। তারপরেই চমক দেওয়ার কথা জানান।

এর কিছুক্ষণের মধ্যেই গাড়ি করে রাস্তায় বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের দিকে হাত নাড়ান। তাঁর জন্য সেনা হাসপাতালের বাইরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। ট্রাম্পকে দেখে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। অনেকেই মনে করেন, ট্রাম্প হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ফের হাসপাতালেই ফিরে যান। চিকিৎসকরা জানিয়েছেন, সব ঠিক থাকলে সোমবারও ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। আর ট্রাম্প বলেছেন, হাসপাতালে গিয়ে করোনার বিষয়ে অনেক কিছু শিখেছেন তিনি। বই পড়ে যা শেখা সম্ভব নয়।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)