অদম্য ল্যাভেন্ডার
২৭ জুন ২০১৯তাই বলে থেমে যায় না মানুষের জীবন৷ থামেননি ল্যাভেন্ডার৷ তার গাওয়া গান এখন বিস্ময় নিয়ে দেখছেন লাখো নেটিজেন৷ ইন্টারনেটীয় ভাষায়, বলা হচ্ছে তার গাওয়া গান এখন ভাইরাল৷
রোববার গানটি রেকর্ড করে নিজের ট্যুইটারে ছেড়েছেন, রুফুরস গিফোর্ড৷ ওবামা প্রশাসনের আমলে ডেনমার্কে মার্কিন দূতাবাসের নেতৃত্ব দিয়েছেন তিনি৷সেদিন অতিথি বক্তা হয়ে তিনি এসেছিলেন ম্যাসাচুসেটসের ফিচবার্গে৷ সেখানকার ফার্স্ট প্যারিশ চার্চের মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন উইল ড্রাকানগ্যালো৷ তার আমন্ত্রণেই আসেন গিফোর্ড৷ পরে তিনি জানান, মিনিস্টারের মেয়ের কণ্ঠের মাধুর্যে যে মোহিত হবেন, সেটা তিনি ভাবতেও পারেন নি৷
১৯৮৯ সালের ডিজনির ক্লাসিক খ্যাত ‘দ্য লিটল মারমেইডের' ‘পার্ট অব ইওর ওয়ার্ল্ড' গানটি গায় ল্যাভেন্ডার৷ গানটি পোস্ট হবার পর গিফোর্ডের বোন জানান, ভিডিও দেখতে দেখতে কেঁদে ফেলেন তিনি৷
ল্যাভেন্ডারের জন্মদাতা পিতা নন উইল৷ ল্যাভেন্ডারের স্বামী জেমিসহ দুজনকে দত্তক নিয়েছেন উইল৷ সেদিনই প্রথম বড় কোনো আসরে গাইলেন তার মেয়ে৷ সন্তানকে সবাই যেভাবে মেনে নিয়েছে, তাতেই অশ্রুসিক্ত হয়েছেন বাবা৷
টিএম/ কেএম