অতীতেও দুই কোরিয়াকে এক করেছিল অলিম্পিক
১৮ জানুয়ারি ২০১৮এছাড়া দুই কোরিয়ার খেলোয়াড়দের সমন্বয়ে মেয়েদের আইস হকি দল গঠনের কথাও জানিয়েছে তারা৷ অবশ্য এক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসির অনুমোদন নিতে হবে৷ রবিবার এ ব্যাপারে আইওসির সঙ্গে কথা বলবেন দুই কোরিয়ার কর্মকর্তারা৷
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে গত কয়েক বছর ধরে কোরীয় উপত্যকায় উত্তেজনা বিরাজ করছিল৷ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন বছরে দেয়া তাঁর বক্তব্যে অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল পাঠানোর আগ্রহের কথা জানান৷ এরপর দক্ষিণ কোরিয়ার উদ্যোগে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়৷ সেই থেকে দুই কোরিয়ার মধ্যে উষ্ণ সম্পর্ক দেখা যাচ্ছে৷
অবশ্য অলিম্পিকে এক পতাকা নিয়ে দুই কোরিয়ার অংশ নেয়ার ঘটনা এটিই প্রথম হবে না৷ ২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকে প্রথমবারের মতো দুই কোরিয়ার অ্যাথলেটরা একটি পতাকা নিয়ে মার্চ করেছিলেন৷ সেই সময় দর্শকরা দাঁড়িয়ে তাঁদের সংবর্ধনা জানিয়েছিলেন৷ এরপর ২০০৪ সালের এথেন্স অলিম্পিক ও ২০০৬ সালে ইটালিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকেও এক পতাকা নিয়ে মার্চ করেন দুই কোরিয়ার অ্যাথলেটরা৷ তবে ইভেন্টগুলো নিজ নিজ পতাকা নিয়েই প্রতিযোগিতা করেছেন তাঁরা৷ পদক জেতার পর অ্যাথলেটদের তাঁদের নিজ দেশের জাতীয় সংগীত বাজানো হয়৷
তবে এর ব্যতিক্রমও ঘটেছে৷ ১৯৯১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় সৌল ও পিয়ংইয়ং একটি যৌথ দল পাঠিয়েছিল৷ মেয়েদের বিভাগে ঐ যৌথ দল স্বর্ণপদক জয় করেছিল৷ সেই সময় উত্তর বা দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত না বাজিয়ে ‘আরিরাং’ নামে এক ঐতিহ্যবাহী কোরীয় লোক সংগীত বাজানো হয়৷
উল্লেখ্য, ১৯৯০ সালের এশিয়ান গেমসের সময় প্রথম দুই কোরিয়ার সমন্বয়ে যৌথ দল পাঠানোর চিন্তা শুরু হয়েছিল৷ সেজন্য একটি ‘কোরীয় একত্রীকরণ পতাকা’ও ঠিক করা হয়েছিল৷ কিন্তু পরে সেটি সম্ভব হয়নি৷
উত্তর কোরিয়ার সামরিক মহড়া?
এদিকে, দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে দেশটির এক বার্তা সংস্থা জানিয়েছে, শীতকালীন অলিম্পিক শুরুর আগের দিন নিজেদের সামরিক শক্তি দেখানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া৷ দেশটির সামরিক বাহিনীর ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঐ দক্ষিণ কোরীয় কর্মকর্তা৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)