1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়া

২৯ অক্টোবর ২০১২

দ্বীপ দেশ অস্ট্রেলিয়াতে মোটা মানুষের সংখ্যা বাড়ছে৷ অবস্থা এমন দাঁড়িয়েছে যে সেখানে প্রতি তিন জনের মধ্যে দুজনই অতিরিক্ত মোটা৷ ধুমপান আর মদ্যপানের ওপর কড়াকড়ি করেও এই মোটা হওয়ার ঝামেলা থেকে মুক্তি পাচ্ছে না সেখানকার মানুষ৷

https://p.dw.com/p/16YnN
ARCHIV - Ein übergewichtiger Mann sitzt am auf einer Bank in Dresden, aufgenommen am 23.08.2007. Nach Ansicht von Experten könnten deutlich mehr fettleibige Patienten in Deutschland von einer gezielten Magen-Darm-Operation profitieren. «Die Adipositas-Chirurgie mit ihren verschiedenen Verfahren kommt seit vielen Jahren weltweit zum Einsatz, in Deutschland jährlich bei etwa 6000 Patienten», sagte der Chirurg Prof. Weiner am Mittwoch (31.08.2011) zum Auftakt eines Kongresses in Hamburg. Schätzungen zufolge kämen aber etwa 20 000 Menschen pro Jahr für einen solchen Eingriff in Frage. Foto: Ralf Hirschberger +++(c) dpa - Bildfunk+++
Symbolbild Fettleibiger Mann Adipositas Diabetesছবি: picture-alliance/dpa

বিশ্বে একদিকে যেমন বহু ক্ষুধার্ত মানুষ না খেয়ে থাকে, অন্যদিকে কিছু মানুষ খেয়ে খেয়ে কেবল মোটা হয়ে চলেছে৷ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোতে এই মোটা হওয়ার প্রবণতা বেশি দেখা যায়৷ অস্ট্রেলিয়াতে গত কয়েক বছর ধরেই অতিরিক্ত মোটা বা ওবিস মানুষের সংখ্যা বেড়ে চলেছে৷ সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে যে দেশটিতে শতকরা ৬৩.৪ ভাগ মানুষ অতিরিক্ত মোটা৷ গত চার বছরে শতকরা দুই ভাগ বেড়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স-এর কর্মকর্তা পল জেল্ফস৷

তিনি বলেন, এর অর্থ হচ্ছে মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই এখন অতিরিক্ত মোটা হয়ে গেছে৷ তিনি আরও জানান, অস্ট্রেলিয়ান হেল্থ সার্ভে থেকে সাড়ে ৩৩ হাজার মানুষের ওপর সমীক্ষা চালানো হয়৷ এতে দেখা যায় ৭০.৩ ভাগ পুরুষ আর ৫৬.২ ভাগ নারী ওবিসিটিতে ভুগছেন৷ আর বাচ্চাদের শতকরা ২৫ ভাগ ইতিমধ্যেই অতিরিক্ত মোটা হয়ে গেছে৷ আশঙ্কা করা হচ্ছে বাচ্চাদের বাকি অংশের অনেকেই ভবিষ্যতে অতিরিক্ত মোটাদের দলে নাম লেখাবে৷

In einer Sporthalle in Leipzig nehmen die übergewichtigen Kinder (v.l.) Benjamin, Karl, Tim, Steven und Jessica an einem Sportprogramm teil, dass unter dem Thema "Klaks" bewegungsaktive Adipositasschulungen für Kinder im Schulalter beinhaltet, aufgenommen am 11.03.2009. Nach ärztlichen Untersuchungen und ständiger pädagogischer, medizinischer und psychologischer Begleitung nehmen sie mehrmals wöchentlich an erlebnisorientierten Hallensport und Essverhaltenstraining teil. In der Klinik und Poliklinik für Kinder und Jugendliche in Leipzig erforscht man gegenwärtig zusammen mit Kollegen im Ausland die Ursachen für das Dicksein von Kindern. Dabei wurde festgestellt, dass bei dicken Kindern die genetische Komponente stärker zu Buche schlägt als bei fettleibigen Erwachsenen, bei denen sich die Einflüsse in Richtung Essgewohnheiten und Alltagsverhalten verschieben. Foto: Waltraud Grubitzsch dpa/lsn +++(c) dpa - Bildfunk+++
আশঙ্কা করা হচ্ছে বাচ্চাদের বাকি অংশের অনেকেই ভবিষ্যতে অতিরিক্ত মোটাদের দলে নাম লেখাবেছবি: picture alliance/dpa

অথচ পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না৷ কারণ অতিরিক্ত মোটা হওয়ার পেছনে যেসব কারণ রয়েছে তার মধ্যে রয়েছে ধুমপান আর মদ্যপান৷ অস্ট্রেলিয়াতে এই দুটির ওপরই কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ গত চার বছরে ধুমপায়ীর সংখ্যা তিন শতাংশ কমে এসেছে৷ এখন এই হার শতকরা ১৬ ভাগের কিছু বেশি৷ এছাড়া প্রতিদিন দুইবার অ্যালকোহল পান করেন এমন লোকের সংখ্যাও প্রায় দেড় শতাংশ কমেছে গত দুই বছরে৷ তারপরও অস্ট্রেলীয়রা মোটা হয়েই চলেছে৷ সরকার এখন ভাবছে কিভাবে এই ওবিসিটির সমস্যা দূর করা যায়৷ কারণ দেশের দুই তৃতীয়াংশই যদি অতিরিক্ত মোটা হয়ে থাকে তাহলে সেখানে হাল্কা পাতলা মানুষ দেখতে হলে রীতিমত খুঁজে বের করতে হবে৷

উল্লেখ্য, পৃথিবীতে অতিরিক্ত মোটা জনসংখ্যার তালিকায় অস্ট্রেলিয়া বর্তমান পাঁচ নম্বরে অবস্থান করছে৷ ওবিসিটির শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তার পরে মেক্সিকো, নিউজিল্যান্ড এবং চিলি৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য