1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোবরফেস্টে বিয়ার পান কমছে

৭ অক্টোবর ২০১৯

অক্টোবরফেস্টে গত বছরের তুলনায় এবার বিয়ার পানের পরিমাণ কমেছে৷ তবে এবারও মেলায় প্রায় ৬৫ লাখ দর্শনার্থী হাজির হয়েছিলেন৷ রবিবার শেষ হওয়া জার্মানির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিতে গিয়ে বেশ কয়েকজন গাড়িচালক লাইসেন্স হারিয়েছেন৷

https://p.dw.com/p/3Qr2H
Deutschland | Oktoberfest 2019
ছবি: DW/V. Dirmaier

জার্মানির বিশ্বখ্যাত বিয়ার পানের উৎসব অক্টোবরফেস্ট রবিবার শেষ হয়েছে৷ পুলিশ বলছে, এবারের উৎসব শান্তভাবে এবং উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে৷ অর্থাৎ, শাস্তিযোগ্য অপরাধ আগের তুলনায় কম ছিল৷

ষোলদিনব্যাপী উৎসবে পুলিশ ডাকার ঘটনা অবশ্য আগের তুলনায় বেড়েছে৷ তবে সেটাকে ইতিবাচকভাবেই দেখছে কর্তৃপক্ষ, কেননা, অনেকক্ষত্রে আগেভাবে পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি৷

তবে চলতি বছর সবচেয়ে বড় বিড়ম্বনার শিকার হয়েছেন গাড়ি চালকরা৷ জার্মানিতে মাসকয়েক আগে চালু হওয়া দুই চাকার ই-স্কুটার চালাতে গিয়ে অনেকে লাইসেন্স হারিয়েছেন, কারণ, তারা তখন মাতাল ছিলেন৷ জার্মানিতে মাতাল অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ৷ পুলিশ জানিয়েছে, মোট ৪১৪ জনকে মদ্যপ অবস্থায় ই-স্কুটার চালানোর সময় ধরা হয়েছে৷ তাদের মধ্যে ২৫৪ জনের গাড়ি চালানোর লাইসেন্স তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে৷

মিউনিখ পুলিশ জানিয়েছে যে, অনেকে স্কুটারকে একটি লাইফস্টাইল পণ্য বা খেলনা হিসেবে বিবেচনা করেছেন, এবং সেই অনুযায়ী সেটিকে ব্যবহার করতে চেয়েছেন৷

আদতে ই-স্কুটার কোনো খেলনা নয়৷ বরং পুলিশ সেটিকে একটি বাহন হিসেবেই বিবেচনা করছে৷ ফলে মদ্যপ অবস্থায় সেটি চালানোকেও অপরাধ হিসেবেই বিবেচনা করা হয়েছে৷

শুধু ই-স্কুটারই নয়, মদ্যপ অবস্থায় সাধারণ গাড়ি চালানোর সময়ও বেশ কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাদের মধ্যে ২১৫ জনের লাইসেন্স জব্দ করা হয়েছে৷

এবছর অবশ্য গতবারের তুলনায় বিয়ার বিক্রি কম হয়েছে৷ কমেছে পকেটমারের ঘটনাও৷ পুলিশ মনে করছে, উৎসবস্থলে সিসিটিভি ক্যামেরা থাকায় চুরির মতো অপরাধ আগের চেয়ে কমে গেছে৷ এছাড়া যৌন হয়রানির ঘটনাও বেশি প্রকট আকার ধারণ করতে পারেনি ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশের সার্বক্ষণিক নজরদারির কারণে৷

টিমোথি জোনস /এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য