একুশে বইমেলায় DW
৭ ফেব্রুয়ারি ২০১২তিনি আশা করেন, বাংলা ভাষা এবং সংস্কৃতির বিকাশে ডিডাব্লিউ বাংলা বিভাগ তার দায়িত্ব পালনে আরো এগিয়ে যাবে৷
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান অমর একুশে গ্রন্থ মেলায় লিটল ম্যাগ চত্বরে ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৯৩ নম্বর স্টলে আসেন সোমবার বিকেল পৌনে ৫টার দিকে৷ তাকে স্বাগত জানান, ডয়চে ভেলে বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন এবং শ্রোতা সংঘের সদস্যরা৷ এরপর তিনি তুমুল করতালির মধ্য দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের নতুন লোগো উন্মোচন করেন৷ তিনি স্টল ঘুরে দেখেন৷ এরপর তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ঢাকায় ডয়চে ভেলের এই লোগো উন্মোচনের ঘটনা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে৷ আর ভাষা আন্দোলনের মাসে বাংলা একাডেমীর বই মেলায় ডয়চে ভেলের লোগো উন্মোচনের ঘটনা বাঙালির ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে গেল৷
তিনি বলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগ বাংলা অনুষ্ঠান এবং সংবাদ প্রচার ক'রে প্রায় ৪ দশক ধরে বাংলা ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরছে৷ এর খবর বস্তুনিষ্ঠ এবং অনুষ্ঠানের মান উন্নত৷ নতুন ওয়েবসাইট ডয়চে ভেলেকে আরো আকর্ষণীয় করেছে৷
আর সেখানে উপস্থিত ডয়চে ভেলের শ্রোতারও নতুন লোগো এবং মাল্টিমিডিয়া ওয়েব সাইট নিয়ে উল্লাস প্রকাশ করেন৷
বই মেলায় ডয়চে ভেলের স্টলে ইন্টারনেটে ডয়চে ভেলের অনুষ্ঠান শোনা এবং ওয়েব সাইট পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে৷ ওয়েব সাইট দেখা যাচ্ছে বিশাল এলসিডি স্ক্রিনে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক