৭৩ বছর পরও যুদ্ধাপরাধের বিচার
৬ নভেম্বর ২০১৮আগামী মঙ্গলবার জার্মানির ম্যুনস্টার শহরে শুরু হবে তার বিচার৷
১০০টি বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তি পোল্যান্ডের স্টুটহোফ শহরে একটি কনসেনট্রেশন ক্যাম্পের প্রহরীর কাজ করতেন৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, ১৯৪২ সালের জুন মাস থেকে ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাস অবধি সেই ক্যাম্পে পাহারা দিয়েছেন তিনি৷
রাষ্ট্রপক্ষের উকিলরা জানিয়েছেন, জার্মানির বোরকেন শহরের বাসিন্দা এই ব্যক্তি ক্যাম্পের ভেতরে ঘটা নারকীয়হত্যালীলা সম্বন্ধে জানতেন৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধচলাকালীন শুধুমাত্র পোল্যান্ডের গুলিতেই অন্তত ২৭,০০০ বন্দির মৃত্যু হয়৷
বিষাক্ত গ্যাস বা খাবারের সাথে বিষ মিশিয়ে বা অভুক্ত রেখে মারা হতো তাদের৷ আবার কখনো কখনো গুলি করে বা অত্যধিক পরিশ্রম করিয়েও মারা হতো৷
শারীরিক দুর্বলতার কারণে মামলার কাজ আপাতত দু'দিনের জন্য স্থগিত রাখা হয়েছে৷ তবে আগামী মঙ্গলবার কাঠগড়ায় দাঁড়াতে হবে ৯৪ বছর বয়সি সাবেক নাৎসি প্রহরীকে৷
এসএস/এসিবি (ডিপিএ)