1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মৃতি ভোলানোর ম্যাচ

১৫ অক্টোবর ২০১৩

গত বছর অক্টোবরে বার্লিনে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় জার্মানি সুইডেনের বিরুদ্ধে প্রথমার্ধে চার গোল করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি৷ ইব্রাহিমোভিচের সুইডেন খেলাটি শেষ পর্যন্ত ড্র করেছিল৷ শেষ গোলটি এসেছিল ৯৩ মিনিটে!

https://p.dw.com/p/19zHP
Fußball Länderspiel Deutschland - Schweden am 16.10.2012 im Olympisstadion in Berlin Toni Kroos ( Deutschland ), links - Sebastian Larsson ( Schweden ), mitte - Philipp Lahm ( Deutschland ), rechts Foto: Revierfoto
ছবি: picture-alliance/dpa

এক বছর পর মঙ্গলবার আবারও দুই দল মুখোমুখি৷ উপলক্ষ্য একই, বিশ্বকাপ বাছাই৷ তবে এক ম্যাচ আগেই জার্মানি বিশ্বকাপের চূড়ান্ত পর্যায় নিশ্চিত করে ফেলেছে৷ আর সুইডেন গ্রুপে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করায় তাদের নভেম্বরে প্লে-অফ খেলতে হবে৷ তাই একদিক দিয়ে বিবেচনা করলে মঙ্গলবারের ম্যাচের কোনো গুরুত্ব থাকার কথা নয়৷

কিন্তু ব্যাপারটা সেভাবে দেখছেন না জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ তিনি বলছেন, ‘‘চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় আমরা সুখি৷ কিন্তু তবুও সুইডেনের বিপক্ষে আমাদের একটা কিছু করার আছে৷'' বোঝাই যাচ্ছে, গত বছর চার গোলে এগিয়ে থেকেও ম্যাচ জয় করতে না পারার কারণে তাঁকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেটা তিনি ভোলেননি৷ তাই এবার সেটার একটা জবাব দিতে চান তিনি৷

সুইডেনের বিরুদ্ধে সেই আলোচিত ৪-৪ গোলের ড্র'ই এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত জার্মানির একমাত্র পয়েন্ট খোয়ানোর ম্যাচ৷ এছাড়া বাকি ম্যাচগুলোতে জয় পেয়েছে তারা৷

ইতিহাস বলছে, বিশ্বকাপ আর ইউরো বাছাই মিলিয়ে ২০০৭ সালের অক্টোবরের পর আর কোনো ম্যাচে হারেনি জার্মানি৷ এসময় তারা ম্যাচ খেলেছে ৩১টি৷ অন্তত এই রেকর্ড ধরে রাখতেও সুইডেনের বিপক্ষে জিততে চাইবে জার্মানরা৷

অন্যান্য বাছাই

মঙ্গলবার সারা বিশ্ব জুড়েই বিশ্বকাপ বাছাইয়ের খেলা হবে৷ এর মধ্যে ইউরোপে নজর রাখা যেতে পারে ইংল্যান্ড আর পোল্যান্ডের ম্যাচের দিকে৷ কেননা একমাত্র জয় পেলেই ইংল্যান্ড সরাসরি যেতে পারবে চূড়ান্ত পর্বে৷ নইলে প্লে-অফের ধাক্কা সামলাতে হতে পারে তাদের৷ ওদিকে ২০০২ বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজক রাশিয়াকে আজারবাইজানের বিরুদ্ধে ড্র করলেই চলবে৷ তবে আজারবাইজানের চূড়ান্তে পর্বে যাওয়ার আরো কোনো সম্ভাবনা না থাকলেও দেশটিক কর্তৃপক্ষ রাশিয়াকে হারাতে খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা করেছে৷ বলেছে, রাশিয়াকে হারাতে পারলে প্রত্যেক ফুটবলারকে এক লক্ষ ২৭ হাজার ডলার বোনাস দেয়া হবে!

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য