স্মৃতি ভোলানোর ম্যাচ
১৫ অক্টোবর ২০১৩এক বছর পর মঙ্গলবার আবারও দুই দল মুখোমুখি৷ উপলক্ষ্য একই, বিশ্বকাপ বাছাই৷ তবে এক ম্যাচ আগেই জার্মানি বিশ্বকাপের চূড়ান্ত পর্যায় নিশ্চিত করে ফেলেছে৷ আর সুইডেন গ্রুপে দ্বিতীয় অবস্থান নিশ্চিত করায় তাদের নভেম্বরে প্লে-অফ খেলতে হবে৷ তাই একদিক দিয়ে বিবেচনা করলে মঙ্গলবারের ম্যাচের কোনো গুরুত্ব থাকার কথা নয়৷
কিন্তু ব্যাপারটা সেভাবে দেখছেন না জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ তিনি বলছেন, ‘‘চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় আমরা সুখি৷ কিন্তু তবুও সুইডেনের বিপক্ষে আমাদের একটা কিছু করার আছে৷'' বোঝাই যাচ্ছে, গত বছর চার গোলে এগিয়ে থেকেও ম্যাচ জয় করতে না পারার কারণে তাঁকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেটা তিনি ভোলেননি৷ তাই এবার সেটার একটা জবাব দিতে চান তিনি৷
সুইডেনের বিরুদ্ধে সেই আলোচিত ৪-৪ গোলের ড্র'ই এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত জার্মানির একমাত্র পয়েন্ট খোয়ানোর ম্যাচ৷ এছাড়া বাকি ম্যাচগুলোতে জয় পেয়েছে তারা৷
ইতিহাস বলছে, বিশ্বকাপ আর ইউরো বাছাই মিলিয়ে ২০০৭ সালের অক্টোবরের পর আর কোনো ম্যাচে হারেনি জার্মানি৷ এসময় তারা ম্যাচ খেলেছে ৩১টি৷ অন্তত এই রেকর্ড ধরে রাখতেও সুইডেনের বিপক্ষে জিততে চাইবে জার্মানরা৷
অন্যান্য বাছাই
মঙ্গলবার সারা বিশ্ব জুড়েই বিশ্বকাপ বাছাইয়ের খেলা হবে৷ এর মধ্যে ইউরোপে নজর রাখা যেতে পারে ইংল্যান্ড আর পোল্যান্ডের ম্যাচের দিকে৷ কেননা একমাত্র জয় পেলেই ইংল্যান্ড সরাসরি যেতে পারবে চূড়ান্ত পর্বে৷ নইলে প্লে-অফের ধাক্কা সামলাতে হতে পারে তাদের৷ ওদিকে ২০০২ বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজক রাশিয়াকে আজারবাইজানের বিরুদ্ধে ড্র করলেই চলবে৷ তবে আজারবাইজানের চূড়ান্তে পর্বে যাওয়ার আরো কোনো সম্ভাবনা না থাকলেও দেশটিক কর্তৃপক্ষ রাশিয়াকে হারাতে খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা করেছে৷ বলেছে, রাশিয়াকে হারাতে পারলে প্রত্যেক ফুটবলারকে এক লক্ষ ২৭ হাজার ডলার বোনাস দেয়া হবে!
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)