1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৫ লাখ বছরের পুরনো তামাক আবিষ্কার!

২০ নভেম্বর ২০১০

পেরুর মাচুপিচুর কথা নিশ্চয়ই আপনারা জানেন৷ সেই বহু পুরনো ইনকা সভ্যতার চিহ্ন বহন করে আছে যে শহর৷ সেই পেরুতে এবার আরও এক নতুন জিনিস আবিষ্কার করলেন জীবাশ্মবিদরা৷

https://p.dw.com/p/QE8a
পেরুর পুরাকীর্তি এলাকায় চলছে অনুসন্ধানছবি: picture-alliance/ dpa

কী আবিষ্কার করলেন বিজ্ঞানীরা? তেমন কিছুই নয়, এক টুকরো তামাক৷ কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন ফসিল হয়ে যাওয়া এই তামাক নাকি আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ বছরের পুরনো! বিজ্ঞানীরা আমাজন এলাকার উত্তরাঞ্চলে অনুসন্ধান করার সময় এই তামাক খন্ডটি খুঁজে পান৷ পেরুর উত্তর পূর্বাঞ্চলের মারানোন নদী বিধৌত এলাকায় কাজ করছিলেন মেয়ের হোনিনগার জীবাশ্ম যাদুঘরের গবেষকরা৷ তাদের চোখে পড়ে মাত্র ৩০ বর্গ সেন্টিমিটারের এই তামাকের ফসিলটি৷ বিজ্ঞানীরা বলছেন, এই তামাক খন্ডটি পৃথিবীর প্লাইস্টোসেন যুগের৷

উল্লেখ্য, ১৫ শতকে ইউরোপীয়দের আগমনের বহু আগে থেকেই দক্ষিণ আমেরিকার বাসিন্দারা সেই অঞ্চলে বাস করে আসছে এবং তাদের শুরু থেকেই তামাক ব্যবহারের প্রচলন ছিল৷ কেবল ধুমপানের জন্য নয় নানা ধরণের অসুখ বিসুখ সারাতেও তারা তামাক ব্যবহার করতো৷ এর বাইরেও তামাকের নানাবিধ ব্যবহার ছিল৷ যেমন যুদ্ধে যাওয়ার আগে যোদ্ধার মুখের সামনে তামাকের ধোঁয়া ছড়িয়ে দেওয়া হতো৷ এটা ছিল পুরুষের বেলায়৷ আর নারীদের বেলায় এটা কখন করা হতো জানেন? যৌন সঙ্গমের আগে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার