২০২১ সালের কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ
এ বছর বিশ্বের বিভিন্ন দেশে দাবানল, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠাণ্ডা, বন্যা, ঘূর্ণিঝড়, তুষারঝড় ইত্যাদি দেখা গেছে৷ এসব দুর্যোগে প্রাণহানি ছাড়াও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে৷
গ্রিসে দাবানল
গ্রীষ্মে গ্রিসে পাঁচশর বেশি দাবানল ছড়িয়ে পড়েছিল৷ ভূমধ্যসাগর তীরের তুরস্ক, টিউনিশিয়াসহ গ্রিসে এবার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল৷ ছবিতে গ্রিসে এথেন্সের কাছে এক এলাকায় দাবানল থেকে বাঁচতে গরু নিয়ে একজনকে পালাতে দেখা যাচ্ছে৷
অস্ট্রেলিয়ায় বন্যা
গতবছর দাবানলে কয়েক লাখ একর জমি পুড়ে গিয়েছিল৷ আর এবার মার্চে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রায় ৪০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল৷ ছবিতে সিডনির উত্তরপশ্চিমের একটি এলাকা দেখা যাচ্ছে৷
যুক্তরাষ্ট্রে প্রচণ্ড খরা
যুক্তরাষ্ট্রের নেভাদা ও অ্যারিজোনা রাজ্যের সীমান্তে অবস্থিত লেক মিডের ছবি৷ একটু ভালো করে খেয়াল করে দেখেন পানির স্তর কতটা নিচে নেমে গেছে৷ প্রচণ্ড খরার কারণে লেকের পানির স্তর এবার ইতিহাসের সবচেয়ে বেশি নিচে নেমে গিয়েছিল৷ ছবিটি ১৩ আগস্ট তোলা৷
ইউরোপে বন্যা
১২ থেকে ১৫ জুলাই ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ২২০ জনের বেশি মানুষ মারা যান৷ শুধু জার্মানিতেই মারা গেছেন ১৮০ জনের বেশি মানুষ৷ পানির তোড়ে ঘরবাড়ি, দোকানপাট ভেঙে গিয়েছিল৷ ছবিতে জার্মানির বাড নয়েনআর-আরভাইলার এলাকা দেখা যাচ্ছ৷
স্পেনে তুষারঝড়
জানুয়ারি মাসে স্পেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হয়েছিল৷ ১০ জানুয়ারি তোলা উপরের ছবিতে বরফের নিচে চাপা পড়া পুরনো মাদ্রিদ-বুর্গোস রেললাইন দেখা যাচ্ছে৷
সিসিলিতে ৪৮.৮ ডিগ্রি!
সম্ভবত ইউরোপীয় ইতিহাসের উষ্ণতম দিন এবার দেখেছিল ইটালির সিসিলি৷ তাপমাত্রা উঠেছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস৷ ছবিটি ১১ আগস্ট তোলা৷
ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা, ভূমিধস
এপ্রিলে সেরোজা ঘূর্ণিঝড়ের কারণে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যা ও ভূমিধসে দুইশর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ৫ এপ্রিল তোলা ছবিতে পূর্ব তিমুরের দিলির বাসিন্দাদের একটি বিধ্বস্ত রাস্তা পরিদর্শন করতে দেখা যাচ্ছে৷
আলজেরিয়ার দাবানল
আলজেরিয়ার উত্তরাঞ্চলের বনে দাবানলে অন্তত ৬৫ জন মারা যান৷ ১০ আগস্টের ছবিতে মানুষজনকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে৷