২০২০ সালে ইন্টারনেটে যা খুঁজেছেন মানুষ
২০২০ সালে কোন বিষয়গুলো নিয়ে ইন্টারনেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ ছিল? কাদের বেশি খুঁজেছেন মানুষ? সেটি প্রকাশ করেছে গুগল৷ গুগল ট্রেন্ডস ২০২০ এ করোনার বাইরেও জায়গা করে নিয়েছে অনেক প্রসঙ্গ৷
শীর্ষে করোনা
২০২০ সালকে ইতিহাস আলাদা করে মনে রাখবে করোনা ভাইরাসের জন্যে৷ ইন্টারনেটে সার্চেও তা এক নম্বরে থাকবে সেটি অবাক করা নয়৷ গোটা বছরজুড়ে মানুষ এই শব্দটি সার্চ করেছেন বিশ্বজুড়ে৷ সার্চে প্রথম দশটির তিনটিই ছিল এই বিষয়ে৷ মানুষ প্রতিনিয়ত করোনা ভাইরাসের আপডেট আর সিম্পটমস বা নমুনাগুলো জানতে চেয়েছেন ইন্টারনেট দুনিয়াতে৷
যুক্তরাষ্ট্রের নির্বাচন
চলতি বছরের তিন নভেম্বর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন৷ কে হবেন পরাশক্তি দেশটির পরবর্তী নেতা তা নিয়ে বছরজুড়েই ছিল আলোচনা৷ গুগলের ট্রেন্ডসে দুই নম্বরেই আছে তাই মার্কিন নির্বাচনের ফলাফল৷ শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও৷ ইন্টারনেটে তাকে সবচেয়ে বেশি খুঁজেছেন মানুষ এক থেকে সাত নভেম্বর৷
কোবি ব্রায়ান্ট
২৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ বছরের কন্যাশিশুসহ মারা যান মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট৷ ৪১ বছর বয়সি এই তারকার মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছিল ভক্তদের৷ শুধু যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্ব থেকেই কোবি ব্রায়ান্ট সম্পর্কে জানতে চেয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা৷
জুম
করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে সরাসরি ভিডিও যোগাযোগের মাধ্যম হিসেবে জুম এর সেবাটি জনপ্রিয় হয়ে উঠেছে গোটা বিশ্বের মানুষের কাছেই৷ শীর্ষ ১০ সার্চে তাই মার্কিন সফটওয়্যার কোম্পানিটি জায়গা করে নিয়েছে চার নম্বরে৷
আইপিএল ও ভারত-নিউজিল্যান্ড সিরিজ
করোনাকালে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের জনপ্রিয় সিরিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল এর ১৩তম আসরের পর্দা উঠে৷ ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের এই নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে৷ গুগলের শীর্ষ ১০টি সার্চে আইপিএল আছে পাঁচ নম্বরে৷ ষষ্ঠ অবস্থানে আছে ফ্রেব্রুয়ারিতে আয়োজিত ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট সিরিজ৷
গুগল ক্লাস
করোনাকালে বেশিরভাগ দেশেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসরুমে পাঠদান বন্ধ হয়ে যায়৷ বিভিন্ন সফটওয়্যার এর সুবিধা নিয়ে অনেক প্রতিষ্ঠানই অনলাইনে ক্লাস নেয়া শুরু করে৷ গুগল ক্লাসরুমও তেমনই একটি৷ বিদায়ী বছরের গুগল ট্রেন্ডসে এই কিওয়ার্ডটি আছে সার্চের দশ নম্বরে৷
সংবাদের আগ্রহে যা
করোনা ভাইরাস আর যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাইরেও ঘটনাবহুল এক বছর ছিল ২০২০৷ আলোচনার কেন্দ্রে ছিল ইরান, বৈরুতের বিস্ফোরণ, হান্টা ভাইরাস মত ইস্যুগুলো৷ করোনার কারণে সরকারগুলোর প্রণোদনা বা বেকারত্ব নিয়েও জানতে চেয়েছেন মানুষ৷ গুগল ট্রেন্ডসে শীর্ষ দশ সংবাদে আরো জায়গা করে নিয়েছে মার্কিন গাড়ি কোম্পানি টেসলার স্টক, ভারতে বিহারের নির্বাচন আর দেশে দেশে ছড়িয়ে পড়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন নিয়ে৷
যাদের খুঁজেছেন মানুষ
গুগলের সার্চে যেসব ব্যক্তিদের খুঁজেছেন মানুষ তার মধ্যে সবার উপরে আছেন জো বাইডেন৷ তারপরই আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ পাঁচ এ আছেন তারকা অভিনেতা টম হ্যাংকস৷