২০১৯ বিশ্বকাপের যত সেঞ্চুরি
এ পর্যন্ত কয়টি সেঞ্চুরি হয়েছে এবারের বিশ্বকাপে? কোন দেশের ক’জন ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরির দেখা? জেনে নিন ছবিঘরে...
রোহিত শর্মা (ভারত)
ভারত-পাকিস্তান ম্যাচ পর্যন্ত এবারের বিশ্বকাপে মোট চেঞ্চুরি হয়েছে ১০টি৷ তবে সেঞ্চুরি করেও অনেকে দলকে জেতাতে পারেননি৷ সেদিক থেকে ভারতের রোহিত শর্মা এখনো শতভাগ সফল৷ তাঁর হার না মানা ১২২ রানের ইনিংস প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় এনে দিয়েছিল ভারতকে৷ তারপর পাকিস্তানের বিপক্ষে জয়েও ১৪০ রানের ইনিংস খেলে সবচেয়ে বড় অবাদন রেখেছেন তিনি৷
জো রুট (ইংল্যান্ড)
রোহিত শর্মার মতো জো রুটও এ পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন দু’টি৷ পাকিস্তানের বিপক্ষে তাঁর ১০৭ রানের ইনিংস অবশ্য দলকে জেতাতে পারেনি৷ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর অপরাজিত ১০০ সহজ জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে৷
জেসন রয় (ইংল্যান্ড)
এ পর্যন্ত এ আসরের সর্বোচ্চ ইনিংসটি জেসন রয়ের৷ কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে করা তাঁর ১৫৩ রানের ইনিংসটিকে এখনো কেউ ছাড়িয়ে যেতে পারেনি৷
সাকিব আল হাসান (বাংলাদেশ)
সেই ম্যাচে সাকিবের ব্যাটও হেসেছিল৷ তবে তাঁর ১২১ রানের ইনিংসটি অবশ্য ইংল্যান্ডের রানের পাহাড় টপকানোর জন্য যথেষ্ট ছিল না৷
জস বাটলার (ইংল্যান্ড)
জস বাটলারের ১০৩ রানের ইনিংসটিও সেই অর্থে ব্যর্থ৷ পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু ইংল্যান্ড হেরেছে৷
শিখর ধাওয়ান (ভারত)
ভারতের বাঁ হাতি এই ওপেনারের সেঞ্চুরিটি কিন্তু দলের জয়ের কারণে সার্থক৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া জয়ে বড় ভূমিকা রেখেছে ধাওয়ানের ১২৫ রানের ইনিংস৷