২০১৯ বার্লিনালে বিজয়ী যাঁরা
শেষ পর্যন্ত কাঁরা বিজয়ী হলেন ৬৯তম বার্লিন চলচ্চিত্র উৎসবে? জুরিদের বিবেচনায় উঠে এসেছে সেরা চলচ্চিত্র, গল্প, অভিনয়ের কথা৷ চলুন আমরাও দেখে নেই এক নজরে৷
গোল্ডেন বিয়ার পেলো ‘সিনোনিম’
ইসরায়েলি নির্মাতা নাদাভ লাপিডের ‘সিনোনিম’ জিতে নিয়েছে এবারের সেরা চলচ্চিত্রের গোল্ডেন বিয়ার৷ এক সাবেক ইসরায়েলি সৈনিককে ঘিরে এই সিনেমার কাহিনি৷ সে সৈনিক তাঁর জাতীয় পরিচয় মানতে অস্বীকৃতি জানিয়ে প্যারিস চলে যান৷ শুরুতে ধারণা হতে পারে, প্রবাসীদের নানা সংকট নিয়ে গতানুগতিক ধারার চলচ্চিত্র এটি৷ কিন্তু এই সিনেমায় মানুষের ‘পরিচয়’ বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে৷
সেরা অভিনেতা/অভিনেত্রী
চীনা নির্মাতা ওয়াং শিয়াশুয়াই-এর ‘সো লং, মাই সন’ চলচ্চিত্র বেশ সমাদৃত হয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসবে৷ চীনা সরকারের এক সন্তান নীতি এবং সাংস্কৃতিক বিপ্লবে তিন দশক ধরে দুটি পরিবারের ভোগ করা যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রে৷ দারুণ অভিনয় করে ওয়াং জিংচুন এবং ইয়ং মেই পেয়েছেন সেরা অভিনেতা ও অভিনেত্রীর স্বীকৃতি৷
সেরা নির্মাতা
দীর্ঘ শট, ভাবলেশহীন সংলাপ ও দুর্বোধ্য চিত্রায়ন৷ আঙ্গেলা শানেলেকের চলচ্চিত্র ‘আই ওয়াজ অ্যাট হোম, বাট’ চলচ্চিত্র উৎসবে বেশ বিতর্কেরই সৃষ্টি করেছিল৷ জার্মান সংবাদমাধ্যম ও কিছু চলচ্চিত্রপ্রেমী সিনেমাটিকে বেশ ‘চোস্ত’ বলে মনে করলেও অনেকে আবার সেটাতে নির্মাতার ‘দাম্ভিক’ চিন্তাভাবনার ছাপ পেয়েছেন৷ কিন্তু সব সমালোচনা পাশ কাটিয়ে সেরা নির্মাতার পুরস্কারই পেয়েছেন শানেলেক৷
সেরা চিত্রনাট্য
ইটালিয়ান নির্মাতা ক্লাউডিও জিওভান্নেসির ‘পিরানহা’ জিতেছে সেরা চিত্রনাট্যের খেতাব৷ রবার্টো সাভিয়ানোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে নেপোলি দ্বীপের পুলিশ বনাম তরুণ মাফিয়াদের গল্প তুলে ধরা হয়েছে৷
গ্র্যান্ড জুরি প্রাইজ
ফরাসি নির্মাতা ফ্রাসোয়াঁ ওজোনের ‘বাই দ্য গ্রেস অব গড’ জিতেছে গ্র্যান্ড জুরি প্রাইজ৷ সিনেমাটিতে এক ক্যাথলিক যাজকের যৌন নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে৷ এই ঘটনা ধামাচাপা দেয়ার বিরুদ্ধে কীভাবে নির্যাতনের শিকার কিছু নারী রুখে দাঁড়ায়, তা দেখানো হয়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় শেষ পর্যন্ত কী হয়, তা দেখানো হয়নি৷ লিয়ঁ শহরের কার্ডিনাল বারবারিন-এর এখনও বিচার চলছে৷
আলফ্রেড বাওয়ার প্রাইজ
প্রতিযোগিতার শুরুর দিকে দেখানো জার্মান নির্মাতা নোরা ফিংশাইড্ট-এর ‘সিস্টেম ক্র্যাশার’ জিতে নিয়েছে বিশেষ পুরস্কার- আলফ্রেড বাওয়ার সিলভার বিয়ার৷ মানসিকভাবে বিধ্বস্ত নয় বছরের এক জার্মান শিশু ওলটপালট করে দেয় দেশের শিশু কল্যাণ ব্যবস্থা৷ মূল চরিত্রে হেলেনা সেঙ্গেলে-এর দারুণ অভিনয় সবার নজর কেড়েছে৷
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান
নরওয়েজিয়ান সিনেমা ‘আউট স্টিলিং হর্সেস’-এ ক্যামেরার দুর্দান্ত কাজের জন্য সিনেমাটোগ্রাফার রাসমুস ভিডেবায়েক পেয়েছেন সিলভার বিয়ার-এর স্বীকৃতি৷ এর আগেও ‘টুয়েলভ স্ট্রং’ এবং ‘দ্য ডার্ক টাওয়ার সিনেমায় তাঁর কাজ বেশ সমাদৃত হয়েছিল৷
মেসিডোনিয়ার চমক
মেসিডোনিয়ান নির্মাতা টেওনা স্ট্রুগার মিটেভস্কার সিনেমা ‘গড এগজিস্টস, হার নেইম ইজ পেট্রুনিয়া’ প্রশংসা পেয়েছে সবার কাছ থেকে৷ বলকান সংস্কৃতিতে ধর্ম ও পুরুষতন্ত্রের প্রভাবকে স্যাটায়ার করে বানানো এই চলচ্চিত্র প্রধান কোনো পুরস্কার জিততে ব্যর্থ হয়েছে৷ কিন্তু প্রধান চরিত্রে জোরিকা নিশেভার অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে৷ গিল্ড ফিল্ম প্রাইজ ও একুমেনিকাল জুরি অ্যাওয়ার্ড অবশ্য পেয়েছে সিনেমাটি৷
এলিজাবেথ গ্রেনিয়ার, স্যার্টান স্যান্ডারসন/এডিকে