১০ দিন মাঠের বাইরে থাকবেন ধোনী
১৭ মার্চ ২০১০চেন্নাই সুপার কিংস দলের ম্যানেজার জানান, ‘‘আগামী ১০ দিন মাঠের বাইরে থাকবেন ধোনী৷ খেলার সময় কাল হঠাৎ করেই কনুইয়ে আঘাত পান তিনি৷ পরে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা তাঁকে ১০ দিন বিশ্রাম নিতে বলেন''৷ তবে চোট তেমন গুরুতর নয় বলে বুধবার সাংবাদিকদের জানান কোচ স্টিফেন ফ্লেমিং৷
প্রসঙ্গত মঙ্গলবার, কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স'এর ম্যাচে শেন বন্ডের একটি ডেলিভারি ধোনী'র কনুইয়ে গিয়ে লাগে৷ আর তার ফলেই আগামী ১০ দিন দলের বাইরে থাকতে হবে তাঁকে৷ তবে টিমের মনোবল ধরে রাখার জন্য, দলের সঙ্গেই দিল্লি উড়ে যাবেন ধোনী৷ সেখানেই চলবে তাঁর চিকিৎসা৷ আগামী শুক্রবার, চেন্নাই সুপার কিংস'এর দিল্লির ফিরোজশা কোটলায় গম্ভীর বাহিনীর সঙ্গে মুখোমুখি হওয়ার কথা৷
ওদিকে, ‘টি২০ বিশ্বকাপ'এর জন্য আইপিএল চলাকালীনই ১৫ সদস্য বিশিষ্ট ভারতীয় টিম ঘোষণা করতে চলেছে আইসিসি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ধোনী অবশ্যই রয়েছেন সেই তালিকাতে৷ উল্লেখ্য, আগামী মাসে ওয়েস্টইন্ডিজে অনুষ্ঠিত হওয়ার কথা ‘টি২০ বিশ্বকাপ'এর৷
প্রতিবেদক : দেবারতি গুহ
সম্পাদনা : আরাফাতুল ইসলাম