সমাজইউক্রেন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের মন্ত্রীসহ নিহত ১৮
১৮ জানুয়ারি ২০২৩বিজ্ঞাপন
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের একটি হেলিকপ্টার বুধবার সকালে ব্রোভারি শহরের একটি কিন্ডারগার্টেনে ধাক্কা মেরে পাশে একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হয়৷ এ দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাসতিরস্কি ও তার ফার্স্ট ডেপুটি এবং স্টেট সেক্রেটারিসহ অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ১০জন শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।
কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা জানান, কিন্ডারগার্টেন ও আবাসিক ভবনের পাশে বুধবার সকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় কিন্ডারগার্টেনটিতে শিশু ও শিক্ষক, কর্মকর্তারা ছিলেন। তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
আরআর/এসিবি (রয়টার্স, এএফপি)