‘হৃদয় বলছে ব্রাজিল, কিন্তু মাথা বলছে জার্মানি, ফ্রান্স'
১২ জুন ২০১৮ফ্রান্সের চেয়েও জার্মানিকে এক্ষেত্রে এগিয়ে রাখছেন তিনি৷ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের এই সাবেক ফুটবলার ও কোচের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷
শুরুতেই তিনি বললেন, পাঁচটি দলের এবার বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে৷ এর মধ্যে তাঁর প্রিয় দল ব্রাজিল ছাড়াও আছে জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেন৷ এই পাঁচটির মধ্যে চারটি দল সেমিফাইনাল খেলবে বলেই তাঁর ধারণা৷
টিপু বলেন, বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় সব দলই ভালো৷ তবে বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজন ফুটবল ঐতিহ্য, নিয়মিত জেতার অভ্যাস, ফাইনাল খেলার অভ্যাস ইত্যাদি৷ ‘‘যেমন ধরুন, কলম্বিয়ার সবসময় ভালো প্লেয়ার ছিল, কিন্তু ঐ যে তাদের অভ্যাস নাই, কিলিং একটা অ্যাটিটিউড দরকার হয় ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, সেটা নাই৷ সেই জায়গায় সামহাউ দে ল্যাক,'' ব্যাখ্যা করে বোঝালেন তিনি৷
তাই ২০ বার আয়োজিত বিশ্বকাপ এখন পর্যন্ত জিতেছে মাত্র আটটি দল৷ এরমধ্যে জার্মানি সবচেয়ে বেশি আটবার ফাইনালে উঠেছে৷ জিতেছে চারবার৷ ‘‘ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলও কিন্তু এতবার ফাইনালে খেলেনি,'' এই মন্তব্য করে টিপু জানান, জার্মানির ফুটবল সবসময় তাঁকে অবাক করে৷ তিনি বলেন, ‘‘...এটা (জার্মান দল) একটা মেশিনের মতো৷ মাঠে কোনো সময় কোনো প্লেয়ার একটা সেকেন্ডের জন্যও রিলাক্স করে না৷ এই যে অ্যাটিটিউড, এটা দুর্দান্ত একটা ব্যাপার৷ এটা তারা কীভাবে এত বছর ধরে মেনটেন করছে, তা আমি চিন্তা করে বের করতে পারি না৷ এমনি দেখেন, তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব ব্রিলিয়ান্ট প্লেয়ার নেই৷ তারা একটা গ্রুপ৷ জার্মানির সবচেয়ে বড় জিনিস হলো তাদের বেঞ্চ একই রকমের৷ মাঠে যে ১১ জন খেলে আর বেঞ্চে যারা থাকে, তাদের মধ্যে বেশি ডিফারেন্স নেই৷ এমন দলেরই তো চ্যাম্পিয়ন হওয়া উচিত৷''
এরপর জার্মান কোচ ইওয়াখিম ল্যোভের প্রতিও তাঁর ভালো লাগার কথা জানান৷ ‘‘দেখুন, কোচ ল্যোভ গতবছর কনফেডারেশন কাপে তরুণ দল খেলিয়েছে৷ এই তরুণদের কয়েকজনকে তিনি বিশ্বকাপের দলেও রেখেছেন৷ কনফেডারেশন কাপ খেলায় এই তরুণদের কাছে বিশ্বকাপ খেলাটা চাপের হবে না৷ দারুণ একটা কাজ করেছেন তিনি৷''
তবে ফুটবল যে সবসময় নিয়ম মেনে চলে না, সেই কথা সাক্ষাৎকারের বিভিন্ন পর্যায়ে মনে করিয়ে দিয়েছেন তিনি৷ জার্মানি যে ব্রাজিলকে সাত গোলে হারাবে, সেটি কেউ ভাবতে পারেনি৷ ‘‘এটিই ফুটবলের সৌন্দর্য,'' বলেন বাংলাদেশের সাবেক কোচ টিপু৷ তাই তো ফ্রান্সেরও এবার কাপ জেতার বড় সম্ভাবনা দেখছেন তিনি৷ ‘‘ফ্রান্সের আসলে ভালো করা উচিত৷ কারণ, তাদের তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের একটা ভালো কম্বিনেশন আছে৷ এই প্লেয়াররা যে যার ক্লাব দলে ভালো ভূমিকা রেখেছেন৷ এখন কোচ যদি তাদের মধ্যে টিউনিংটা ভালো করতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা আছে,'' বলেন তিনি৷ সাক্ষাৎকারের এই পর্যায়ে টিপু বিশ্বকাপ জিততে কোচের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা মনে করিয়ে দেন৷ তিনি বলেন, জাতীয় দলের খেলোয়াড়রা একেকজন একেক ক্লাবে খেলায় ফুটবল দর্শনও ভিন্ন থাকে৷ ফলে কোচের কাজ হচ্ছে সবাইকে তাঁর নিজের দর্শন মেনে চলতে উদ্ধুদ্ধ করা৷ যে দলের সব ফুটবলার সেটি করতে পারবেন, তারাই সফল হবে বলে মনে করেন টিপু৷
ব্রাজিল, আর্জেন্টিনা দলের দু'টি সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি৷ এক, প্লেয়ারদের ইনজুরি৷ ব্রাজিলে যেমন নেইমার কেবলই ইনজুরি থেকে ফিরে সরাসরি জাতীয় দলে যোগ দিয়েছেন৷ গত কয়েকমাস তিনি প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিলেন৷ এছাড়া দানি আলভেস ইনজুরির কারণে দলে নেই৷ আর্জেন্টিনা দলে যেমন শেষ মুহূর্তে ইনজুরির কারণে বাদ পড়েছেন এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরো৷ টিপু বলেন, ‘‘দলের কম্বিনেশন থেকে এমন এক-দু'জন খসে পড়লে আপনি যতই গ্লু লাগান, রিপেয়ারটা তত ভালো হয় না৷''
টিপুর মতে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বিতীয় সমস্যা হচ্ছে, দুই দলেরই প্রথম ১১ জন আর বাকি ফুটবলারদের পারফরমেন্সের মধ্যে অনেক পার্থক্য আছে৷ ফলে প্রথম দলের হঠাৎ কেউ ইনজুরিতে পড়লে বদলি হিসেবে একই মানের প্লেয়ার পাওয়া কঠিন হবে, বলে মনে করেন তিনি৷
টিপু বলেন, গ্রুপ পর্বের খেলা দেখার পর কোন দলের কী অবস্থা সেটি আরও স্পষ্ট হবে৷
এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র জাপানের গ্রুপ পর্যায় পেরোনোর সম্ভাবনা দেখছেন তিনি৷ ‘‘টেকনিক্যালি ততটা সাউন্ড না হলেও তারা ব্রেকথ্রু দিতে পারদর্শী৷ ফলে বিরোধীরা সবসময় একটা চাপে থাকবে৷''
গোলাম সরোয়ার টিপুর সঙ্গে কি আপনি একমত? লিখুন নীচের ঘরে৷