ফিফা
২৩ জানুয়ারি ২০১২দুর্নীতির অভিযোগ উঠলেও ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার যা করে থাকেন, এবারেও তা করলেন৷ অর্থাৎ অভিযোগ অস্বীকার করলেন৷ ফিফার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার দাবি করেছেন, ১৯৯৮ সালে ফিফার শীর্ষ পদে প্রথম বারের মতো নির্বাচিত হতে ব্লাটার মাত্র এক ডলারের বিনিময়ে তাঁকে ত্রিনিদাদে টেলিভিশন সম্প্রচারের সত্ত্ব দিয়েছিলেন৷ জার্মানির ফুটবল পত্রিকা ‘কিকার'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, টেলিভিশন সত্ত্ব বিতরণের ক্ষেত্রে আমাদের কোনো প্রভাবই ছিল না৷
এটা মানতেই হবে, যে সেপ ব্লাটারের দাপটের সামনে তাঁর প্রাক্তন সহকর্মীরা দাঁড়াতেই পারেন নি৷ উল্টে গত নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কাতারের মহম্মদ বিন হাম্মাম ও ভাইস-প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকেই দুর্নীতির অভিযোগে একঘরে করে দেওয়া হয়েছে৷ অন্যদিকে ব্লাটার ২০১৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন৷ বিন হাম্মাম ও ওয়ার্নার এখনো নিজেদের নির্দোষ দাবি করে চলেছেন, যদিও প্রতিটি পদে তাদের হার মানতে হয়েছে৷ এবার আত্মপক্ষ সমর্থনের বদলে দুজনেই ফিফার বিরুদ্ধে অভিযোগের ‘সুনামি' আনার হুমকি দিচ্ছেন৷
ফিফার পক্ষে দুর্নীতি এত অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়াও সম্ভব নয়৷ ব্লাটার নিজে আগামী ২০১৩ সালের মধ্যে দুর্নীতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করে ফেলতে চান৷ সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলিও পুরোপুরি অস্বীকার করছেন তিনি৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক