1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুইস্কি থেকে বায়োফুয়েল!

১৮ আগস্ট ২০১০

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে বায়োফুয়েল বা সবুজ জ্বালানি ব্যবহারের কথা বলেন বিজ্ঞানীরা৷ কিন্তু এই সবুজ জ্বালানির ব্যবহার যত বাড়বে বন জঙ্গলের ওপর তার প্রভাব তত পড়বে৷ কারণ উদ্ভিদ থেকেইতো তৈরি হয় এই বায়োফুয়েল৷

https://p.dw.com/p/Opq6
হুইস্কি তৈরির উপজাত থেকে বায়োফুয়েল তৈরি করলেন স্কটল্যান্ডের একদল বিজ্ঞানীছবি: picture-alliance/chromorange

আর বন জঙ্গল না থাকলেতো সমস্যা হবে পশুপাখিদেরও৷ ফলে দেখা যাচ্ছে, একদিক রক্ষা করতে গিয়ে আরেক দিকে সমস্যা হয়ে যাচ্ছে৷

তবে স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এবার এমন এক জিনিস ব্যবহার করে বায়োফুয়েল তৈরিতে সমর্থ হয়েছেন, যা অন্য কাজে ব্যবহৃত হয়েছে আগেই৷ অর্থাৎ এই বায়োফুয়েল তৈরির জন্য নতুন করে কোন কিছু ধ্বংস করা হয়নি৷ কারণ জিনিসগুলো হচ্ছে ‘হুইস্কি' তৈরির দুটি উপজাত৷ মানে হুইস্কি তৈরির সময় পাওয়া দুটি উপজাত – ‘পট আলে' ও ‘ড্রাফ' - এর সমন্বয়ে বিউটানল তৈরি করেছেন বিজ্ঞানীরা৷ আর এই বিউটানলই গাড়ি চালাতে ব্যবহার করা যাবে বায়োফুয়েল হিসেবে৷ এমনটাই বলছেন মার্টিন টাঙনে৷ এডিনবার্গ নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকই নেতৃত্ব দিচ্ছেন গবেষণা দলের৷ গত প্রায় দুই বছর ধরে গবেষণা করে এই বায়োফুয়েল তৈরিতে সমর্থ হয়েছেন তাঁরা৷

টাঙনে বলছেন, পেট্রোল বা ডিজেলের সঙ্গে পাঁচ বা ১০ শতাংশ বায়োফুয়েল ব্যবহার করে গাড়ি চালানো যাবে৷ ‘‘পাঁচ বা ১০ শতাংশ বায়োফুয়েল মানে হলো কম তেলের ব্যবহার – যেটা অবশ্যই অনেক, অনেক বড় একটা ব্যাপার,'' বলেছেন টাঙনে৷

এদিকে পরিবেশ রক্ষা বিষয়ে কাজ করেন স্কটল্যান্ডের এমন এক বিশেষজ্ঞ রিচার্ড ডিক্সন বিজ্ঞানীদের এই আবিস্কারের প্রশংসা করেছেন৷ তিনি বলেন, এর ফলে দেশের বন ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রেহাই পাবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম