1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিযবুত তাহরিরের দুই সদস্যকে গ্রেফতার

২৪ জানুয়ারি ২০১২

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির বাংলাদেশের সরকারি প্রশাসনেও তাদের জাল বিস্তার করছে৷ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাসহ হিযবুত তাহরিরের দুই সদস্যকে গ্রেফতারের পর এতথ্য জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা৷

https://p.dw.com/p/13odP
ফাইল ছবিছবি: Harun Ur Rashid

ঢাকার গুলশান এলাকা থেকে হিযবুত তাহরিরের দুই সদস্য ফজলে ওহাব লিটু এবং আশফাক ই জামানকে গোয়েন্দরা গ্রেফতার করেন সোমবার ভোর রাতে৷ এদের মধ্যে আশফাক ই জামান স্থানীয় সরকার মন্ত্রণালযের একটি প্রকল্পে তথ্য প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ করেন৷

তাদের কাছে থেকে খেলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, ৩টি ল্যাপটপ, সিডি ও সরকার বিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়েছে৷ তবে তারা বলছে, তারা ধর্মের পথে মানুষকে দাওয়াত দেয়া ছাড়া সরকার বিরোধী কোন কাজে যুক্ত নন৷ যা দাবি করেন তাহরির সদস্য ফজলে ওহাব লিটু৷

কিন্ত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান তারা দীর্ঘদিন ধরে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন৷ তাদের দায়িত্ব হল সরকাররি প্রশাসনে হিযবুত তাহরিরের সদস্য বাড়ানো৷ আর এর উদ্দেশ্য সরকারের গোপন তথ্য জানা৷ তিনি জানান, বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন৷ তাই হিযবুত তাহরিরের কর্মতৎপরতার ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে৷

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ব্যর্থ ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন পর নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির আবার আলোচানায় এসেছে৷ওই ষড়যন্ত্রের সঙ্গে হিযবুত তাহরিরও জড়িত বলে গত সপ্তাহে সেনা সদর দফতরের সংবাদ সম্মেলনে জানান হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক