1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো অপ্সরা

রিয়াজুল ইসলাম১৯ সেপ্টেম্বর ২০০৮

বাংলাদেশে প্রথমবারের মত হিমায়িত ভ্রুণ থেকে শিশু জন্ম নিলো৷ শুক্রবার ঢাকার মডার্ন হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে অপ্সরা৷ মায়ের গর্ভে ৩৭ সপ্তাহ কাটানোর আগে ভ্রুণ অবস্থায় তার প্রথম চার মাস কেটেছে হিমায়িত অবস্থায়৷

https://p.dw.com/p/FLWY
অপ্সরাছবি: Samir Kumar Dey

অপ্সরার মা সালমা বেগম ও বাবা আফজাল হোসেন এর আগেও টেস্টটিউবের মাধ্যমে সন্তান নেয়ার চেষ্টা করেন৷ কিন্তু তখন তাতে কোন কাজ হয়নি৷

Bangladesch Baby aus eingefrorenem Embryo
ডা রাশিদা বেগমের কোলে অপ্সরাছবি: Samir Kumar Dey

এরপর তারা হিমায়িত ভ্রুণের মাধ্যমে সন্তান নেয়ার চেষ্টা করেন৷ অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা রাশিদা বেগমের নেতৃত্বে পাঁচ চিকিত্‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌সকের একটি দলের তত্ত্বাবধানে৷

ডা. রাশিদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথমে টেস্ট টিউব পদ্ধতিতে ১৪টি ভ্রুণ তৈরী করা হয়৷ গত বছরের সেপ্টেম্বরে অপ্সরার মা সালমা বেগমের জরায়ুতে ৩টি ভ্রুণ প্রতিস্থাপন করা হলেও লাভ হয়নি৷ পরে বাকি ভ্রুণগুলো চার মাস হিমায়িত অবস্থায় রাখা হয়৷ এসব ভ্রুণগুলোকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে পানিশূন্য করে বিশেষ পাত্রে শূন্যের নীচে ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনে রাখা হয়৷ শেষ পর্যন্ত ৪টি ভ্রুণ জীবিত অবস্থায় থাকলে সেগুলো আবারও সালমা বেগমের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়৷

অতি আকাংখিত এ সন্তান লাভে এ সুখী দম্পতির ঢালতে হয়েছে কাড়ি কাড়ি অর্থ৷ প্রথম দফায় টেস্ট টিউব পদ্ধতির জন্য তাদের দিতে হয়েছে দুই লাখ টাকা৷ এরপর আরও ৬৫ হাজার টাকা খরচ করতে হয়েছে তাদের৷ তবে এরপরও তারা খুশি৷ কারণ বিয়ের পর পাঁচ বছর নিঃসন্তান থাকার পর অবশেষে তাঁদের কোল আলো করে জন্ম নিয়েছে অপ্সরা৷