1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারে স্যালুট, পর্যটকের শাস্তি

১৪ আগস্ট ২০১৭

জার্মানির ড্রেসডেন শহরে হিটলারের স্যালুট নকল করায় মার্কিন এক নাগরিককে ঘুসি মেরেছেন স্থানীয় এক ব্যক্তি৷ এই ঘটনার সপ্তাহখানেক আগে একই কারণে দুই চীনা নাগরিককে আটক করা হয়েছিল৷

https://p.dw.com/p/2iBRg
ছবি: picture-alliance/A. Franke

ড্রেসডেন শহরের পুলিশ বলছে, ঘটনার সময় ৪১ বছর বয়সি ঐ মার্কিন নাগরিক মাতাল অবস্থায় ছিলেন৷ পরীক্ষার পর পুলিশ তাঁর রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পেয়েছে৷

ঘুসি খেয়ে মার্কিন ঐ নাগরিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে৷ আনুষ্ঠানিক তথ্য বলছে, নাম না জানা ঐ হামলাকারী পলাতক অবস্থায় আছেন এবং অন্যকে শারীরিকভাবে আহত করার অপরাধে তাঁকে খোঁজা হচ্ছে৷

পুলিশ বলছে, নাৎসি প্রতীক প্রদর্শন ও স্লোগান দেয়ার বিরুদ্ধে থাকা জার্মান আইন ভঙ্গ করেছেন মার্কিন ঐ নাগরিক (ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণে নাম প্রকাশ করা হচ্ছে না)৷ তাই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে৷ এছাড়া কোনো অসাংবিধানিক সংস্থার প্রতীক বা চিহ্ন প্রদর্শনের বিরুদ্ধে জার্মানিতে যে আইন আছে, মার্কিন নাগরিকের বিরুদ্ধে সেই আইন লঙ্ঘনের বিষয়েও তদন্ত চলছে৷

জার্মানিতে নাৎসি প্রতীক অবৈধ

সপ্তাহখানেক আগে বার্লিনের সংসদ ভবনের সামনে ছবি তোলার সময় নাৎসি স্যালুট দেয়ায় দুই চীনা পর্যটককে আটক করেছিল পুলিশ৷ প্রত্যেকে ৫০০ ইউরো করে দেয়ার পর মুক্তি পেয়েছেন৷ তবে পুলিশ বলছে, চীনা ঐ দুই নাগরিকের বিরুদ্ধে এখনও মামলা চলছে৷ ফলে জরিমানা সহ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে তাঁদের৷

জার্মানিতে শুধুমাত্র শিক্ষা ও ইতিহাস বিষয়ক গবেষণার খাতিরে কেউ নাৎসি প্রতীক ও ছবি প্রদর্শন করতে পারেন৷ এছাড়া নাৎসি শাসনামলকে স্যাটায়ার করে ডকুমেন্টারি কিংবা মুভি তৈরি করতে চাইলেও অনুমতি পাওয়া যায়৷

জেডএইচ/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য