1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারের মতো পোশাক পরায় গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি ২০১৭

অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন৷ সেখানে অ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল৷ জায়গাটা ছিল নাৎসি সমর্থকদের ‘তীর্থক্ষেত্র'৷ সেখানেই এক ব্যক্তি হিটলারের মতো পোশাক পরায় তাকে নাৎসিবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে৷

https://p.dw.com/p/2Xk7f
ছবি: picture-alliance/dpa

গত সোমবার ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ জার্মানির দক্ষিণ সীমান্তে এই শহরটিতে ১৭ হাজার মানুষের বাস৷ সেখানে একটি ফ্ল্যাট থেকে ঐ ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

বিভিন্ন প্রতিবেদন বলছে, কেবল যে জনসমক্ষে ঐ ব্যক্তি হিটলারের পোশাক পরে ঘুরছিলেন তা-ই নয়, তার গোঁফ এবং চুলের কাটও হিটলারের মতো৷ তাই দেখতে নাৎসি স্বৈরশাসকের মতোই লাগছিল তাকে৷ হিটলারের যে বাড়িতে জন্ম হয়েছিল, তার আশেপাশেই তাকে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়৷ পাশের একটি বইয়ের দোকানেও ঢুঁ মারে সে৷ সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন পত্রিকার খোঁজ করছিল৷

‘ওবারওসটেরাইসে নাখরিসটেন' সংবাদপত্র জানিয়েছে, ঐ ব্যক্তিকে স্থানীয় একটি বারেও দেখা গেছে, যেখানে সে নিজেকে হারাল্ড হিটলার বলে পরিচয় দিয়েছিল৷ ১৯৪৭ সালে অস্ট্রিয়ায় নাৎসি মতাদর্শকে অবৈধ ঘোষণা করে এই আদর্শবিরোধী আইন করা হয়৷ সেই আইনেই আটক করা হয়েছে ঐ ব্যক্তিকে৷

স্থানীয় পুলিশের মুখপাত্র ডাভিড ফুর্টনার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ঐ ব্যক্তি হিটলারকে মহিমান্বিত করতে চেষ্টা করছিলো৷

হিটলারের ঐ বাড়িটি নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছে৷ নাৎসি সমর্থকরা ঐ বাড়িটিকে যেন তীর্থস্থান মনে না করে এবং সেখানে না আসে সেজন্য অস্ট্রিয়া সরকার এটি ভেঙ্গে ফেলার পরিকল্পনা করছিল৷

কিন্তু বাড়িটির বর্তমান মালিক এ ব্যাপারে আদালতের শরনাপন্ন হন৷ বিষয়টি নিয়ে এখন মামলা চলছে৷ এই শহরে হিটলার জন্মেছিলেন ১৮৮৯ সালে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য