হলোকস্ট বন্দিদের পোশাক পরে সমালোচিত নাভকা
২৯ নভেম্বর ২০১৬অলিম্পিকে সোনা জয়ী আইস স্কেটার টাটিয়ানা নাভকা পুটিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের স্ত্রী৷ দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত এক রিয়েলিটি শো-তে নাভকা তাঁর পার্টনার অভিনেতা আন্দ্রে বুর্কোভস্কির সঙ্গে অংশ নেন৷ ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ইটালিয়ান ট্র্যাজিক কমেডি ‘লাইফ ইজ বিউটিফুল-'এর উপর ভিত্তি করে রচিত চার মিনিটের একটি পারফর্মেন্সে অংশ নেন নাভকা ও বুর্কোভস্কি৷ সেখানে তাঁরা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় কনসেনট্রেশন ক্যাম্পের বন্দিরা যে পোশাক পরতেন, সেরকম পোশাক পরেন৷ ইটালিয়ান ঐ মুভিতে একজন ইটালীয় ইহুদি ব্যক্তির কনসেনট্রেশন ক্যাম্পে বেঁচে থাকার সংগ্রাম দেখানো হয়েছিল৷
নাভকা ও তাঁর সঙ্গীর পারফর্মেন্স সর্বোচ্চ পয়েন্ট পায়৷ বিচারকরাও তাঁদের পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেন৷ তবে সমালোচনা এসেছে ইসরায়েল থেকে৷ সামাজিক মাধ্যমেও সমালোচনা হচ্ছে অনেক৷
ইসরায়েলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর এক সাক্ষাৎকারে বলেন, ‘‘হলোকস্টের মোটিফ পার্টির জন্য নয়, তা নাচের জন্য বা টিভির রিয়েলিটি শো'র জন্যও নয়৷''
‘‘হত্যার শিকার হওয়া ছয় মিলিয়ন ইহুদির একজনও নাচেননি, আর কনসেনট্রেশন ক্যাম্প কোনো সামার ক্যাম্প নয়,'' বলেন রেগেভ৷
তবে অনুষ্ঠানের প্রযোজক অলিম্পিক রূপা জয়ী ইলিয়া আভারবুক, যিনি নিজেও একজন ইহুদি, বলেন, ‘‘এটা (নাভকা যেটিতে পারফর্ম করেন) আমার আইডিয়া৷ আমি আগেও যুদ্ধ ও ইহুদিদের নিয়ে অনেক কাজ করেছি৷''
রুশ প্রেসিডেন্ট পুটিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা হলোকস্টে নিহতদের প্রতি সম্মান জানিয়েছেন এবং যাঁরা নাৎসিদের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন, তাঁদের সমালোচনা করেছেন৷
সামাজিক মাধ্যমে সমালোচনা
নাভকা ও তাঁর সঙ্গীর পারফর্মেন্সের সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমেও৷ ইহুদি-অ্যামেরিকান কমেডিয়ান সারাহ সিলভারম্যান টুইটারে তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷
নাভকা কি হলোকস্টকে ‘কিউট আর মজার' মনে করেছেন কিনা- এই প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র নির্মাতা জুলিয়া ডেভিস৷
নাভকা নিজে ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, হলোকস্টের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতেই তিনি এই পারফর্মেন্সে অংশ নিয়েছেন৷ তাঁর এই পোস্টের নীচে অনেকে সমালোচনামূলক মন্তব্য করেছেন৷ চ্যানেল ওয়ানের ওয়েবসাইটেও এমন প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা৷ মিহায়েল রাটিনস্ক লিখেছেন, ‘‘আপনারা কি পাগল হয়ে গেছেন? বন্দিদের পোশাক পরে মুখে হাসি! দর্শকরা হাততালি দিচ্ছেন!'' আরেকজন লিখেছেন, ‘‘এটি ভয়াবহ৷ মানুষ জানেনা তারা কী করছে৷ এটি ব্লাসফেমি৷''
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)