1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী চরিত্রের অভাব

২৩ আগস্ট ২০১৩

গত বছর হলিউডের বড়মাপের ছবিগুলোর মধ্যে সমকামী চরিত্র খুব একটা দেখা যায়নি৷ মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ গ্লাডের মতে , পনের শতাংশের কম ছবির মধ্যে সমকামী চরিত্রের উপস্থিতি দেখা গেছে৷ অধিকাংশক্ষেত্রে এসব চরিত্র ছিল গুরুত্বহীন৷

https://p.dw.com/p/19Uli
Couple gay - homosexuel © ParisPhoto #15111526
ছবি: ParisPhoto/Fotolia

মিডিয়ায় সমকামী পুরুষ, সমকামী নারী, উভকামী এবং হিজড়াদের উপস্থিতি এবং তাদের সঙ্গে সম্প্রক্ত বিষয়াদি পর্যবেক্ষণ করে গ্লাড৷ সংগঠনটির মুখপাত্র উইলসন ক্রুজ বুধবার জানান, মার্কিন সমাজে এসব চরিত্রের গুরুত্ব থাকলেও হলিউডের বড় বাজেটের ছবিতে তাদের দেখা যাচ্ছে না৷ এক্ষেত্রে পরিবর্তন জরুরি৷

গ্লাড এর গবেষণায় হলিউডের নামজাদা বিভিন্ন স্টুডিও থেকে মুক্তিপ্রাপ্ত ছবি বিবেচনায় আনা হয়েছে৷ এগুলোর মধ্যে রয়েছে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স, প্যারামাউন্ট পিকচার্স, সনি কলম্বিয়া, ইউনিভার্সেল পিকচার্স, ওয়াল্ট ডিজনি স্টুডিওস এবং ওয়ার্নার ব্রস স্টুডিও৷

সামগ্রিকভাবে হলিউড এবং মার্কিন চলচ্চিত্র তারকারা সমকামীদের অধিকারের দাবিতে সোচ্চার হলেও ছবিতে তার প্রতিফলন নেই৷ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ১০১টি বড় বাজেটের ছবির মধ্যে মাত্র চোদ্দটিতে পুরুষ বা নারী সমকামী এবং উভকামীদের চরিত্র ছিল৷ কোনো ছবিতেই হিজড়া চরিত্র দেখানো হয়নি৷ মোটের উপর অধিকাংশ ছবিতে এসব চরিত্র তেমন একটা গুরুত্বপূর্ণ ছিল না৷

গ্লাড এর গবেষণা অনুযায়ী, মাত্র ছয়টি ছবিতে সমকামী চরিত্র ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ সামগ্রিকভাবে এসব চরিত্র ছিল এমন ছবিগুলোর মধ্যে ৫৬ শতাংশ ছিল পুরুষ সমকামী, ৩৩ শতাংশ নারী সমকামী এবং ১১ শতাংশ উভকামী৷

উল্লেখ্য, রাশিয়ায় সম্প্রতি সমকামী বিরোধী একটি আইন চালু হয়েছে৷ গত জুনে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্বাক্ষরিত আইন অনুযায়ী, কারো বিরুদ্ধে সমকামিতার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে অর্থদণ্ড এবং পনেরো দিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে৷ এই আইনের বিরুদ্ধে বেশ সোচ্চার হলিউড থেকে শুরু করে ব্রডওয়ে অবধি মার্কিন বিনোদন শিল্প৷ এ জন্য জনসচেতনতা সৃষ্টিতে তারা তাদের তারকা খ্যাতি আর অর্থ – দুটোই ব্যয় করছে৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য