1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভিতরের খবর’

১৮ অক্টোবর ২০১২

পর্দার বন্দুক নকল নয়, শুধু গুলি নকল৷ হলিউডে ব্যবহৃত এই সব অস্ত্রশস্ত্র ভাড়া দেয় ‘দ্য স্পেশালিস্টস’ নামের এক কোম্পানি৷ তাদেরই অন্দরমহলে ঢুকে জানা গেল চমকপ্রদ সব তথ্য৷

https://p.dw.com/p/16RwT
হলিউড অ্যাকশন ছবি মানেই গোলাগুলি, মেশিন গান ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের দাপট৷
ছবি: picture-alliance/dpa

হলিউড অ্যাকশন ছবি মানেই গোলাগুলি, মেশিন গান ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের দাপট৷ পর্দায় দেখলে বিশ্বাসই হয় না, যে গোটা ব্যাপারটাই আসলে অভিনয়৷ আর সেটাই তো এই ধরণের অ্যাকশন ছবির মূলমন্ত্র৷ তাই নকল নয়, আসল বন্দুক, মেশিনগান, মিসাইল লঞ্চার ব্যবহার করা হয় বেশিরভাগ ছবিতে৷ কিন্তু সেই সব অস্ত্র আসে কোথা থেকে?

হলিউড ছবিতে অস্ত্র ভাড়া দেওয়ার জন্য রয়েছে ‘দ্য স্পেশালিস্টস'৷ এটাই কোম্পানির নাম৷ মালিক রিক ওয়াশবার্ন তাঁর অস্ত্রভাণ্ডারের ‘শো-রুম'-এর দরজা খুলে দিয়েছেন ডিপিএ'র এক সাংবাদিকের জন্য৷ অ্যামেরিকার ধনভাণ্ডার অবলম্বনে দরজার উপর বড় কর লেখা রয়েছে ‘ফোর্ট নক্স'৷ কী না নেই তার পিছনে! ছোট ক্যালিবারের পিস্তল থেকে শুরু করে সামরিক বাহিনীর সরঞ্জাম৷ চিত্রনাট্যের প্রয়োজনে যা চাই তাই পাওয়া যাবে সেখানে৷ শুধু নেই আসল গুলি-বারুদ৷ ফাঁকা গুলি করেই পিলে চমকে দিতে পারে সেই সব অস্ত্র৷ সব রকম ঝুঁকি এড়াতে আসল গুলি ভরারও কোনো উপায় রাখে নি কোম্পানি৷ চোখে দেখে অবশ্য তফাত বোঝার উপায় নেই৷

শুধু হলিউড নয়, টেলিভিশন ও থিয়েটারের প্রয়োজনেও অস্ত্র ভাড়া দেওয়া হয় সেখানে৷ প্রায় ৫,০০০ অস্ত্রশস্ত্র পাহারা দেওয়ার এলাহি ব্যবস্থা রয়েছে৷ চারিদিকে অসংখ্য ক্যামেরা৷ শুধু অস্ত্র রাখা নয়, সেগুলির রক্ষণাবেক্ষণ, প্রয়োজনে কোনো পরিবর্তন করা বা অন্যান্য কাজের জন্য রয়েছে একাধিক ওয়ার্কশপ৷ নিউ ইয়র্কে কোম্পানির এই বাড়িটির মধ্যে কতটা জায়গা জুড়ে এক বিশাল আয়োজন, সে সম্পর্কে ধারণা দিতে পারলেন না ওয়াশবার্ন৷ তবে জানালেন বেশ কিছু চমকপ্রদ তথ্য৷ যেমন অ্যামেরিকায় যে সব চলচ্চিত্র তৈরি হয়, তার ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে অস্ত্র ব্যবহারের কোনো দৃশ্য থাকবেই৷ সম্প্রতি যে সব ছবিতে তাঁর কোম্পানির ভাড়া দেওয়া অস্ত্র ব্যবহার করা হয়েছে, তার মধ্যে রয়েছে ‘দ্য বোর্ন লেগাসি', সর্বশেষ ‘ব্যাটম্যান' চলচ্চিত্র, টম ক্রুজ অভিনীত ‘জ্যাক রিচার', ‘ল অ্যান্ড অর্ডার' ইত্যাদি৷

অভিনয়ের কাজে লাগলেও পর্দায় এ সব অস্ত্র দেখে অনেক মহল থেকে বায়না আসে৷ রিক ওয়াশবার্ন জানালেন, ‘মায়ামি ভাইস স্পেশাল' টিভি সিরিজের জন্য তৈরি করা বিশেষ একটি শটগান দেখে মার্কিন গোয়েন্দা সংস্থা তার ডিজাইন চেয়েছিল৷ প্রেসিডেন্ট রোনাল্ড রেগান'এর সুরক্ষার জন্য তারা ঠিক এমনই এক বন্দুকের খোঁজে ছিল৷

এসবি/ডিজি (ডিপিএ)