হট এয়ার বেলুনের ইতিহাস
বন শহরে ৯ বছর ধরে প্রতিবছর জুন মাসে হট এয়ার বেলুন উৎসব হয়৷ ছবিঘরে দেখে নিন হট এয়ার বেলুনের ইতিহাস৷
দূরে কোথাও দূরে দূরে...
হট এয়ার বেলুনে ভ্রমণ এক ধরনের রোমান্টিক অভিযান৷ পিকনিকের মতো বিরক্তিকর কিছু নয়, কেননা, এটা আপনাকে নিয়ে যাবে আকাশে৷ তবে বাঞ্জি জাম্পিং বা প্যারাশ্যুটিংয়ের মত ভয়ংকরও নয়৷ বর্তমানে বেশিরভাগ হট এয়ার বেলুন উড়ে বাণিজ্যিক কারণে৷ কেউ কেবল শখের বশে বেলুন ভাড়া করে ভ্রমণ করে, আবার কোনো কোনো কোম্পানি এগুলোতে তাদের লোগো ব্যবহার করে বিজ্ঞাপনের কাজটি সেরে ফেলে৷
ম্যন্টগলফিয়ার বেলুন
দড়ি দিয়ে বাঁধা মানুষের চলাচলের জন্য প্রথম হট এয়ার বেলুন আঁকাশে উড়েছিল ১৭৮৩ সালের ২১ শে নভেম্বর, প্যারিসে৷ ম্যন্টগলফিয়ার ভাইয়েরা প্রথম এই বেলুন তৈরি করেছিলেন৷
প্রযুক্তি
বেলুনের মধ্যে যে বিশাল ঝুড়িটি থাকে, সেটাকে বলা হয় ‘খাম’৷ এটি মূলত নাইলনের দড়ি দিয়ে তৈরি, ভেতরটা অগ্নিনির্বাপক পদার্থ দিয়ে তৈরি৷ একটি বার্নার থেকে আগুন বের হয়৷ এই অগ্নিস্ফূলিঙ্গ বেলুনকে বায়ুর তুলনায় হালকা করে ফেলে, যা আকাশে উড়তে সাহায্য করে৷
সামরিক বেলুন
দুই বিশ্ব যুদ্ধেই হট এয়ার বেলুনের বড় ভূমিকা ছিল৷ প্রথম বিশ্বযুদ্ধে শত্রুদের অবস্থান জানতে ব্যবহার করা হয়েছিল এই বেলুন৷ ভূমি থেকে শত্রুদের অবস্থান যতটা না ভালোভাবে দেখা যেতো, বেলুন থেকে দেখা যেতো বেশ ভালোভাবে৷ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছবির এই বেলুনগুলোর মতো ব্যারেজ বেলুন ব্রিটিশ সেনাবাহিনী ব্যবহার করত জার্মানদের বিমান হামলা রুখতে৷
বিস্ময়কর পলায়ন
সাবেক পূর্ব জার্মানি থেকে সেখানকার নাগরিকরা যাতে পশ্চিমে যেতে না পারে সেজন্য নির্মাণ করা হয়েছিল বার্লিন প্রাচীর৷ কিন্তু ১৯৭৯ সালের সেপ্টেম্বরে নিজেদের তৈরি হট এয়ার বেলুনে চড়ে বাভেরিয়া পৌঁছেছিলেন স্ট্রেলৎসিক এবং ভেৎসেল পরিবার৷ থুরিঙ্গিয়া থেকে পুরো পরিবার নিয়ে ঐ দুই ব্যক্তি নিরাপদে বাভেরিয়া পৌঁছে গিয়েছিলেন৷
হট এয়ার বেলুনে বিশ্ব ভ্রমণ
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রিচার্ড ব্র্যানসন হট এয়ার বেলুনে চড়ে বিশ্বভ্রমণের চেষ্টা করে চার বার ব্যর্থ হয়েছিলেন৷ ১৯৯৮ সালের ডিসেম্বরে তার বেলুনের এই ছবিটি তোলা হয় হিমালয়ের উপর থেকে৷ খারাপ আবহাওয়ার কারণে হাওয়াইয়ের কাছে প্রশান্ত মহাসাগরের উপর এটি বিধ্বস্ত হয়েছিল৷ তবে ১৯৯৯ সালের মার্চে বারট্রান্ড পিকার্ড এবং ব্রায়ান জোনস বিশ্ব ভ্রমণে সমর্থ হন৷
অলিম্পিক মশালবাহী বেলুন
২০১৬ সালের রিও অলিম্পিকে টর্চ রিলে হয়েছিল হট এয়ার বেলুনে৷ ৪ঠা মে ব্রাজিলিয়ান শহর কোরুম্বা ডি গোয়াস-এ হট এয়ার বেলুনে যাত্রা শুরু করেছিল মশালটি৷
ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার রেকর্ড
২০১৭ সালের ৭ এপ্রিল, ৮৫টি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছিল৷ ইংল্যান্ডের ডোভার থেকে রওনা হয়ে তিন ঘণ্টায় ফ্রান্সের ক্যালেতে গিয়ে পৌঁছায়৷ সবচেয়ে বেশি সংখ্যক হটএয়ার বেলুনের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার বিশ্ব রেকর্ড গড়তেই এই আয়োজন৷ সবশেষ রেকর্ডটি ছিল ৪৯ টি বেলুনের৷
বনে বেলুন উৎসব
এই ছবিটি এ বছরের বন-এর বেলুন উৎসবের৷ ৯ম বারের মতো জার্মানির এই শহরটি এ আয়োজন করেছিল৷ এখানে জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এর প্রতিযোগীরা অংশ নিয়েছিল৷ তবে হটএয়ার বেলুনে উঠতে হলে জনপ্রতি ভাড়া গুণতে হয়েছে ১৮০ ইউরো৷