স্লোভাকিয়ায় ইহুদি কবরস্থান তছনছ
১৮ ডিসেম্বর ২০১৯কিছুদিন আগে হয়েছিল ফ্রান্সে৷ এ বার হল স্লোভাকিয়ায়৷ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা স্লোভাকিয়ার ইহুদি কবরস্থান তছনছ করল৷ মোট ৪৯টি কবরের ফলক তারা ভেঙেছে৷ তার মধ্যে কয়েকটি ২০০ বছরেরও বেশি পুরনো৷ সব মিলিয়ে ক্ষতি হয়েছে পঞ্চাশ হাজার ইউরো৷
কবরস্থানের জেনারেল ম্যানেজার ক্যারল কার্টুলিকের প্রতিক্রিয়া হল, ''আমি যখন প্রথম দেখলাম, তখন আমার পা কাঁপছিল৷ এটা বর্বরোচিত কাজ৷ ফেক নিউজ বা মিথ্যা খবর এবং অনলাইনে চক্রান্তের কাহিনির কারণেই ইহুদি-বিদ্বেষ বাড়ছে৷''
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে৷ ক্যারল জানিয়েছেন, স্থানীয় কিছু ইহুদি গোষ্ঠী মেরামতের জন্য টাকা তোলার কাজ শুরু করেছে। তারা একটা তহবিল বানাচ্ছে এবং তাতে অর্থসাহায্যের জন্য লোকের কাছে আবেদন জানিয়েছে৷ তাতে স্থানীয় লোকেরা সাহায্য তো করছেনই, সেই সঙ্গে স্লোভাকিয়ার অন্য জায়গা থেকেও লোকেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ ক্যারল বলেছেন, ''২০১০ সালে কবরস্থানের সংস্কার হয়েছিল৷ তার আগে কবরস্থানের হাল খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন আবার তা ঠিক করার শপথ আমি নিচ্ছি৷''
জিএইচ/এসজি(এএফপি, এপি)